ভ্যাকসিন নিলেই মিলবে ইউরো ফাইনালের টিকিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ০৭ জুলাই ২০২১
ভ্যাকসিন নিলেই মিলবে ইউরো ফাইনালের টিকিট

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট যেন সোনার হরিণ। ইংল্যান্ড দল সেমিফাইনালে উঠায় টিকিটের জন্য চলছে হুড়োহুড়ি। ডেনমার্ককে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে উঠলে তৈরি হবে টিকিটের জন্য হাহাকার। তাই সহজেই টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান।

ইংল্যান্ড সেমিফাইনালে উঠায় লন্ডনজুড়ে চলছে টিকিটের হাহাকার। ইংল্যান্ড যদি ডেনমার্ককে হারিয়ে ফাইনালে পা রাখে তাহলে সে হাহাকার দ্বিগুণ বেড়ে যাবে। এ সময়ই ফাইনালের টিকিট সহজলভ্য করার ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি জানিয়েছেন কোভিড-১৯ এর প্রথম ডোজ নেওয়ার আবেদন করার প্রমাণপত্র থাকলেই মিলবে টিকিট।

সাদিক খান বলেছেন, ‘আমি চাই লন্ডনে বেশিরভাগ তরুণ ভ্যাকসিন গ্রহণ করুক। বুধবার (৭ জুলাই) থেকে টিকিটে জন্য আবেদন করতে পারবে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার রেজিস্ট্রেশন করেছে এমন প্রমাণ থাকলেই মিলবে ফাইনালের টিকিট। লন্ডনে ১৮ বছর বয়সীদের মধ্যে ৬৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন, এ সংখ্যা বাড়াতে চাই আমি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে খেয়াল করেছি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে কতটা কার্যকর। আমরা বিধিনিষেধ সরিয়ে নিবো কিনা তা নির্ভর করছে আগামী দুই সপ্তাহের পরিস্থিতির উপর।’

চলতি বছরের ১১ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার হলেও করোনার জন্য কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। ইংল্যান্ড এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচের টিকিটের চাহিদা বেশি থাকায় আয়োজকরা অতিরিক্ত টিকিট ছাড়তে চাচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

নারী এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত, জি গ্রুপে বাংলাদেশ

নারী এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত, জি গ্রুপে বাংলাদেশ

এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার