ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ জুলাই ২০২১
ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রেখেছে ব্রাজিল। ফাইনাল নিশ্চিত হওয়ার পর এখন চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান পিএসজির তারকা ফুটবলার নেইমার। কোপার দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

পেরুর বিপক্ষে নূন্যতম (১-০) গোলে জয় পেলেও ফাইনালে পা রাখতে পেরে স্বস্তি নেইমারের। তবে তিনি আশাবাদী, ফাইনালে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াবে ব্রাজিল। পেরুর বিপক্ষে জয়ের পর তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় কোপার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আসরের দ্বিতীয় সেমিফাইল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার (৭ জুলাই) সকাল ৭টায়। আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যে জয়ী দল ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলবে। 

ফাইনালে কলম্বিয়া নয়, আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে চান নেইমার। ফাইনাল নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চাই। আমি আর্জেন্টিনাকে চাচ্ছি কারণ, সেখানে আমার ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জয় লাভ করবে।’
sportsmail24
আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির সাথে বার্সেলোনায় খেলার সুবাধে দু'জনের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জনও রয়েছে। তবে তাদের যে এখনো ভালো সম্পর্ক রয়েছে ইঙ্গিতে তা বুঝিয়ে দিলেন নেইমার।

এদিকে, ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও চিলিয়ান রেফারি তোবারে অসন্তুষ্ট নেইমার। রেফারি সম্পর্কে নেইমার বলেন, ‘রেফারি হিসেবে সে এমনটা করতে পারে না। সে যেভাবে খেলোয়াড়দের দিকে তাকিয়েছে এবং কথা বলেছে তাতে তার প্রতি সম্মান থাকে না।’

নেইমার আরও বলেন, ‘সে আক্রমণাত্মক থাকায় আমি ম্যাচের শুরু থেকেই তার সাথে কথা বলতে যাই। তার এই উগ্র মেজাজে মনে হয় না সে কোপার সেমিফাইনালে রেফারি করার যোগ্যতা রাখে।’

পেরুর বিপক্ষে ডি-বক্সে চারজনের মধ্য থেকে নেইমারের দুর্দান্ত পাসে বল পেয়ে ৩৫তম মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা। পাকুয়েতার প্রশংসা করে নেইমার বলেন, ‘সে একজন দারুণ খেলোয়াড়। জাতীয় দলের হয়ে প্রতি ম্যাচেই সে নিজেকে মেলে ধরছে। ক্লাবের হয়ে সে দারুণ মৌসুম পার করেছে এবং জাতীয় দলের জন্যও নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলছে।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’