ইউরোর সোনার জুতো রোনালদোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১২ জুলাই ২০২১
ইউরোর সোনার জুতো রোনালদোর

উয়েফা ইউরো-২০২০ থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিল পর্তুগাল। তবে সোনার বুট জোড়া ঠিকই উঠলো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই। কারণ, ইউরোর সর্বোচ্চ গোলদাতার যে তিনিই। দ্বিতীয় রাউন্ডে পর্যন্ত খেলতে পারা রোনালদো গোলের সংখ্যা ৫টি।

বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে দ্বিতীয় রাউন্ডে বিদায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তবে নিজের নামের পাশে প্রথম রাউন্ডেই নামের পাশে ৫টি গোল যোগ করেন। আসরে রোনালদো সমান ৫টি গোল করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিক। তবে রোনালদো এগিয়ে গেছেন অ্যাসিস্টের কারণে। গোল ছাড়াও রোনালদোর নামের পাশে রয়েছে একটি অ্যাসিস্ট।

প্যাটট্রিক শিক ছাড়াও ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনেও ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত তার গোলের সংখ্যা ছিল ৪টি। তবে ফাইনালে আর কোন গোল পাননি।

বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বে হাঙ্গেরির এবং ফ্রান্সের বিপক্ষে দুটি করে এবং জার্মানির বিপক্ষে একটি গোল করেছিলেন রোনালদো। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৫ গোল করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে ছিলেন গোল শূন্য। তবে দ্বিতীয় রাউন্ডে দল বিদায় না নিলে তার গোলের সংখ্যা যে বাড়তো সেটা বলার অপেক্ষা ছিল না।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

গোলরক্ষকের চোখে লেজার লাইট, তদন্তের মুখে ইংল্যান্ড

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

জুভেন্টাসেই থাকছেন রোনালদো

জুভেন্টাসেই থাকছেন রোনালদো