টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৬ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে রবিবার (২৫ জুলাই) মিশরের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে জয় না পেলে অলিম্পিকে যাত্রাটা আরও কঠিন হতো আর্জেন্টিনার জন্য।  

এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছের হেরে অলিম্পিক যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা একাধিক আক্রমণ করলেও গোল বের করতে পারছিল না। বারবার আক্রমণ করা ফলে একাধিক কর্নার পাচ্ছিল আর্জেন্টিনা। 

ম্যাচের প্রথমার্ধে একাধিক কর্নার পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলের দেখা পায় আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেদিনার গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। 

ম্যাচের ৫১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেদিনা। এই জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে হারানো অস্ট্রেলিয়া রয়েছে সবার ওপরে। আর তিন নম্বরে অবস্থান করছে স্পেন। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন, পেছালো ফুটবল লিগ

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন, পেছালো ফুটবল লিগ

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের

‘উচ্ছৃঙ্খল’ জীবনযাপন, মোহামেডানে ঠাই হলো না রবিউলের