আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের গোল শূন্য ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৬ জুলাই ২০২১
আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের গোল শূন্য ড্র

টোকিও অলিম্পিকে নিজের প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোন গোলই করতে পারলো না তারা। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি গোল শূন্য ড্র-য়ে শেষ হয়েছে। অন্যদিকে, মিশরকে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে আর্জেন্টিনা।

জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক গোল করেছিলেন রিচার্লিসন। রোববার (২৫ জুলাই) গ্রুপের দ্বিতীয় ম্যাচে এভারটনের এ ফরোয়ার্ড কোন গোল করতে পারেননি। শুধু তিনি নন, ব্রাজিলের বাকি ফরোয়ার্ডরাও একই কাতারে ছিলেন।

দ্বিতীয় ম্যাচে হোঁচট খাওয়ায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইভরি কোস্টকে সাথে নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল আইভরি কোস্ট। ফলে এ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ব্রাজিলের সমান তারাও।

গোল বঞ্চিত আজকের ম্যাচে অবশ্য আরেকটি ধাক্কা খেয়েছে ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্সিভ মিডফিল্ডার দগলাস লুইজ।

এছাড়া ম্যাচের শেষ দিকে গোলের মতো দলের খেলোয়াড় সংখ্যাতেও সমতায় ফিরে! ম্যাচের ৭৯তম মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি। ফলে ব্রাজিলের ন্যায় তাদের দল দশজনে পরিণত হয়।

এদিকে, ব্রাজিল-আইভরি কোস্টের ড্র-য়ের দিনে জয় পেয়েছে আর্জেটিনা। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে মিশরের বিপক্ষে ১-০ গোলে অলিম্পিকে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়