ভাবতেই ভালো লাগছে : নেইমার-এমবাপেকে পেয়ে মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ এএম, ১২ আগস্ট ২০২১
ভাবতেই ভালো লাগছে : নেইমার-এমবাপেকে পেয়ে মেসি

জীবনে প্রথমবারের মতো ক্লাব বদল। দীর্ঘ ২১ বছর কাটানো বার্সেলোনা ছেড়ে যোগ দিলেন পিএসজি-তে। দীর্ঘদিন খেলা ক্লাব ছেড়ে নতুন ঠিকানায় যোগ দেওয়ায় লিওনেল মেসির মনে যেমন কষ্ট রয়েছে, তেমনি রয়েছে রোমাঞ্চও। সাবেক সতীর্থ নেইমারের সাথে পেয়েছেন কিলিয়ান এমাবাপে-কে। জানালেন, বিষয়টি ভাবতেই ভালো লাগছে তার।

বার্সেলোনা থেকে বিদায়ের পর মঙ্গলবার (১০ আগস্ট) দুই বছরের জন্য পিএসজির সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন লিওনেল মেসি। বুধবার (১১ আগস্ট) হাজির হলেন পিএসজির হয়ে সংবাদ সম্মেলনে।

পিএসজিতে লিওনেল মেসি যোগ দেওয়ায় নতুন ধারা সৃষ্টি হলো। মেসি-নেইমার-এমবাপে, আদুরে নাম হবে ‘এমএনএম’। ইতিমধ্যে আক্রমণভাগে তাদেরকে ইতিহাসের সেরা ত্রয়ী বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। বিষয়টি নিয়ে মেসিও বেশ রোমাঞ্চিত।

পিএসজির হয় সংবাদ সম্মেলনে নেইমার-এমবাপের প্রসঙ্গে মেসি বলেন, ‌‘নেইমার ও এমবাপের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য আমি মুখিয়ে আছি। ভাবতেই ভালো লাগছে। তাদের মতো অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে আমি প্রতিদিন খেলতে পারব।’

নেইমার-এমবাপের মাঠে খেলতে মুখিয়ে থাকলেও পিএসজির ঠিক কবে নাগাদ অনুশীলনে ফিরবেন মেসি তার এখনো জানেন না তিনি। মেসি বলেন, ‘এক মাসে ধরে আমি খেলার মধ্যে নেই। আমি দলের প্রধান কোচ ও অন্যান্য কোচদের সঙ্গে এর মধ্যেই কথা বলেছি। যখন আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হবো, তখনই মাঠে নামব। তবে এ ব্যাপারে আমি আপনাদের কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছি না।’

এদিকে, মেসি যোগ দেওয়ায় পিএসজি ছেড়ে চলে যেতেন পারেন -সংবাদ মাধ্যমে এ গুঞ্জন থাকলেও বিষয়টি নাকচ করে দিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমবাপে প্যারিসের ছেলে। ও (এমবাপে) প্যারিসের হয়েই খেলছে। ও প্রতিযোগিতা পছন্দ করে। ওর মানসিকতা বিজয়ীর। ও এখানেই থাকছে। ও দুর্দান্ত দল চেয়েছিল, আমাদের এখানে দুর্দান্ত এক দল আছে এখন। ওর না থাকার এখন আর কোনো কারণ নেই।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই : মেসি

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই : মেসি

৩০ মিনিটেই শেষ মেসির জার্সি

৩০ মিনিটেই শেষ মেসির জার্সি

মেসির কারণে পরিবর্তিত হলো ফ্রেঞ্চ লিগের নিয়ম

মেসির কারণে পরিবর্তিত হলো ফ্রেঞ্চ লিগের নিয়ম

মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি

মেসি রোমাঞ্চিত, গর্বিত পিএসজি