১৭ মৌসুম পর মেসিকে ছাড়া মাঠে গড়াচ্ছে লা লিগা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ এএম, ১৪ আগস্ট ২০২১
১৭ মৌসুম পর মেসিকে ছাড়া মাঠে গড়াচ্ছে লা লিগা

লা লিগার অর্থনৈতিক নীতির কারণে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করেছেন। দীর্ঘ ১৭ মৌসুম পর মেসিকে ছাড়াই মাঠে গড়াচ্ছে লা লিগার ২০২১-২২ মৌসুম।

সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে মেসিকে ছাড়া মাঠে গড়িয়েছিল স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ। সেবার লিগ টাইটেল নিজেদের করে নিয়েছিল ভ্যালেন্সিয়া। এবারও কি তাহলে ভ্যালেন্সিয়ার হাতে উঠবে লা লিগা শিরোপা? সময়ই হয়তো বলে দিবে কোন দল লা লিগা টাইটেল নিজেদের করে নিবে।

বার্সেলোনাকেও তাদের বিখ্যার ১০ নম্বর জার্সি ছাড়া মাঠে নামতে দেখা যাবে। লিওনেল মেসির আগ পর্যন্ত রোনালদিনহো, রিভালদোরা পড়েছেন বিখ্যাত ১০ নম্বর জার্সি। সবাই তাদের যোগ্য উত্তরসূরিদের হাতে তুলে দিয়েছে বার্সার বিখ্যাত ১০ নম্বর জার্সি। তবে মেসির যোগ্য উত্তরসূরি এখনও খুঁজে পায়নি বার্সেলোনা।

২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সিনিয়র ফুটবলে পা রাখেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অভিষেকের সময় খেলেছিলেন ৩০ নম্বর জার্সি নিয়ে, এরপরে কিছুদিন খেলেছিলেন ১৯ নম্বর জার্সি নিয়ে। তবে ২০০৮ সালে বার্সেলোনার ১০ নম্বরটি নিজের করে নেন তিনি। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত টানা ১০ নম্বর জার্সি নিয়ে খেলেছেন তিনি।

১৭ মৌসুম আগে মেসি যোগ দিয়েছিলেন কার্লোস পুয়েল, রাফায়েল মারকুইজ, অ্যান্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের নিয়ে গড়া বার্সেলোনাতে, এরপর সময়ের ব্যবধানে সবাই বিদায় নিয়েছেন। ক্যারিয়ারের পড়ন্ত লগ্নে এসে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন তিনি। তাই তো দীর্ঘ ১৭ মৌসুম পর স্পেনের মাঠে দেখা যাবে না লিওনেল মেসির খেলা।

শুক্রবার (১৩ আগস্ট) মধ্যরাতে ভ্যালেন্সিয়া-গেটাফে ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। তবে রোববার (১৫ আগস্ট) রাতে ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়াদেরর মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচ দিয়েই ১৭ মৌসুম পর মেসিকে ছাড়া লা লিগা খেলবে বার্সা।

শুক্রবার রাতে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং জার্মান বুন্দেস লিগা। শীর্ষ সব লিগ মাঠে গড়ালেও আরও এক সপ্তাহের বিশ্রাম পাচ্ছে জুভেন্টাস-ইন্টার মিলান। ২১ আগস্ট থেকে মাঠে গড়াবে ইতালিয়ান সিরি এ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে মেসির প্রথম অনুশীলন

পিএসজিতে মেসির প্রথম অনুশীলন

লা লিগার শেয়ার বিক্রির বিপক্ষে বার্সা-রিয়ালের ভোট

লা লিগার শেয়ার বিক্রির বিপক্ষে বার্সা-রিয়ালের ভোট

মেসির সঙ্গে খেলতে ‌আগ্রহী নন এমবাপে!

মেসির সঙ্গে খেলতে ‌আগ্রহী নন এমবাপে!

সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো চেলসি

সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো চেলসি