গিনেস রেকর্ডে স্বীকৃতি পেলেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
গিনেস রেকর্ডে স্বীকৃতি পেলেন রোনালদো

ইরানের আলি দেইকে টপকে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে রোনালদো বিরল এ কৃতিত্ব এবার ঠাঁই পেল গিনেস বিশ্ব রেকর্ডে। গিনেস স্বীকৃতির স্মারক হাতে নিয়ে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন রোনালদো।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় গিনেস স্বীকৃতির স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করছেন সিআর সেভেন। একই সাথে নিজের এমন স্বীকৃতিতে গিনেস কর্তৃপক্ষকেও ধন্য়বাদ জানিয়েছেন তিনি।

রোনালদো লিখেন, ‘গিনেস বিশ্ব রেকর্ডকে ধন্য়বাদ। বিশ্ব রেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। চেষ্টা করবো নতুন নম্বরের কীর্তিতে আরও উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার।’

বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বের নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে পর্তুগাল। ওই ম্যাচে জোড়া গোল করে ইরানের আলি দেইকে ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি।

গত জুনে ইউরোর আসরে বুদাপেস্টে গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে ইরানিয়ান তারকার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো। এবার এই ম্যাচে নিজের জোড়া গোলে ৩৬ বছর বয়সী রোনালদো আলি দেইয়ের ১০৯ গোলের রেকর্ড ভাঙেন। ১১১ গোলে নিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে এখন রোনালদো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

ইউনাইটেডে ৭ নম্বরই পড়বেন রোনালদো

ইউনাইটেডে ৭ নম্বরই পড়বেন রোনালদো

চড়ামূল্যে বিক্রি হচ্ছে রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচের টিকিট

চড়ামূল্যে বিক্রি হচ্ছে রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচের টিকিট