ফিলিস্তিন-বাংলাদেশ ম্যাচটি চ্যালেঞ্জিং হবে : জেমি ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
ফিলিস্তিন-বাংলাদেশ ম্যাচটি চ্যালেঞ্জিং হবে : জেমি ডে

তিন জাতির ফুটবল টুর্নামেন্টে রোববার (৫ সেপ্টেম্বর) ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শেষ দিনের মতো অনুশীলন সেরেছেন জামাল ভূঁইয়ারা। তবে বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খুব চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বাংলাদেশের কোচ জেমি ডে।

টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরে গেছে ফিলিস্তিন। ফলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে তারা। এছাড়া ফিফা র‌্যাংকিং এবং শক্তির দিকেও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে তারা।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচকে ঘিরে ম্যাচ ভেন্যু দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে নিজেদের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্র্যাকটিস সেশন সম্পন্ন করেছেন জামালরা। প্র্যাকটিসে দলের হেড কোচ জেমি ডে খেলোয়াড়দের ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ট্যাকটিকস; যেমন- পাসিং, মার্কিং, সেট পিস ইত্যাদি বিষয়ে কৌশল শিখিছেন।

অনুশীলনে শেষে হেড কোচ জেমি ডে বলেন, ‘প্লেয়াররা আগামীকালের (রোববার) ম্যাচের জন্য ৩-৪ দিন ধরে অনুশীলন করছে। আমরা জানি ফিলিস্তিন আমাদের চেয়ে শক্তিশালী দল। একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে নিশ্চয়ই। সকল খেলোয়াড় ফিট রয়েছে। তবে ম্যাচে খেলোয়াড়দের প্রমাণ করতে হবে নিজেদের সেরাটা দিয়ে।’

এদিকে, ফিলিস্তিদের বিপক্ষে ভিন্ন কৌশলে খেলবে বাংলাদেশ ফুটবল দল। সাধারণত যে কৌশল নিয়ে বাংলাদেশ দল খেলে থাকে সেটি থেকে একেবারে ভিন্ন কৌশল।

খেলার কৌশল নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, ‘আমরা নতুন এক সিস্টেমে খেলবো। এটা কার্যকর হলে এই কৌশল অব্যাহত থাকবে।’

এদিকে, নিজেদের অনুশীলন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন জামাল ভূঁইয়া। জানান, টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেরপুরের আতিকুজ্জামান। দলের সাথে থাকা তিনি কোচ জেমির সাথে সুর মেলালেন। স্পোর্টসমেইল২৪.কমকে তিনি জানান, সকলের প্রস্তুতিই ভালো হয়েছে। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি আশা করি চ্যালেঞ্জিং হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচটি। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দলকে ‘উৎসাহ’ দিতে কিরগিজস্তানে বাফুফে সভাপতি

দলকে ‘উৎসাহ’ দিতে কিরগিজস্তানে বাফুফে সভাপতি

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা