গোল পেলেন মেসি, সিটিকে হারালো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১
গোল পেলেন মেসি, সিটিকে হারালো পিএসজি

কবে দেখা গোলের দেখা পাবেন লিওনেল মেসি? লিওনেল মেসি কি পিএসজিতে নিজেকে খুঁজে পাবেন? এমন সব প্রশ্ন চারিদিকে ঘুরছিলো। অবশেষে চ্যাম্পিয়নস লিগের মঞ্চেই পিএসজির জার্সিতে নিজের প্রথম গোল করলেন লিওনেল মেসি। শুধু নিজের প্রথম গোল নয়, দলকেও জয় এনে দিয়েছেন মেসি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল পিএসজি। এ ম্যাচে সিটিজেনদের জালে দুইবার লক্ষ্যভেদ করেছে পিএসজি। পিএসজির হয়ে বাকি গোল করেছেন ইদ্রিসা গেয়।

দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। পিএসজিতে যোগ দেওয়া পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন লিওনেল মেসি। পিএসজির জার্সিতে প্রথম তিন ম্যাচ কোনো গোল করতে পারেননি। এমনকি কোনো গোলে সহায়তায় করতে পারেননি তিনি।

গোল করা কিংবা করানো, কোনো কাজই করতে পারছিলেন না আর্জেন্টাইন সুপারস্টার। এরই মধ্যে ইনজুরিতে ছিটকে গিয়ে দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি।

ইনজুরি থেকে ফিরে এমবাপের সাথে দুর্দান্ত বোঝাপড়ায় দুর্দান্ত এক গোল করে সব আলোচনা-সমালোচনাকে বন্ধ করে দিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

ম্যাচের শুরুর দিকে অবশ্য পিএসজিকে কোণঠাসা করে রেখেছিল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। তবে বেশিক্ষণ পিএসজির উপর ছড়ি ঘোরাতে পারেনি সিটিজেনরা। ম্যাচের ৮ম মিনিটেই পিএসজির হয়ে প্রথম গোল করেন ইদ্রিসা গেই।

ম্যাচের ২৬তম মিনিটে দুইবার বল ক্রসবারে লেগে ফিরে এলে, সিটিজেনদের সমতায় ফেরা কিংবা এগিয়ে যাওয়া কোনোটিই হয়নি। শুধু ম্যান সিটি নয়, বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে কাজে লাগাতে পারেনি।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণের ধার বাড়ায় সিটি। তবে একবারও বল প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের ৫৪তম মিনিটে কেভিন ডি ব্রুইনির শট আটকে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা।

এর ২০ মিনিট পর, ম্যাচের ৭৪তম মিনিটে পিএসজির জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। ডি বক্সের বাইরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পাস থেকে দুর্দান্ত এক শটে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এটি মেসির ১২১তম গোল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মারিসিও পচেত্তিনোর শিষ্যরা।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দিনের আরেক ম্যাচে লাইপজিগকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব ব্রুজ সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর সিটিজেনরা এক জয় এবং এক হার নিয়ে ৩ পয়েন্ট পেয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল-বার্সা-জুভেন্টাসকে ‘মুক্তি’ দিলো উয়েফা

রিয়াল-বার্সা-জুভেন্টাসকে ‘মুক্তি’ দিলো উয়েফা

চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা

চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা