পথ যখন কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন : পেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ০২ অক্টোবর ২০২১
পথ যখন কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন : পেলে

হাসপাতালের বিছানায় প্রায় এক মাস কাটানোর পর বাড়ি ফিরলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত চেকআপ করাতে হাসপাতালে গেলে টিউমার ধরা পড়ে। সফলভাবে অস্ত্রোপচারের পরও কয়েক দফায় তাকে থাকতে হয়েছে আইসিইউতে। অবশেষে সুস্থ হয়ে ঘরে ফিরলেন তিনি।

ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ছাড়া পেয়েছেন পেলে।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। বাড়ি ফেরার তথ্য জানােনোর পাশাপাশি জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘পথ যখন কঠিন হয়ে যায়, তখন আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। আনন্দে থাকার দিকে মনোযোগ দিন।’

বাড়ি ফিরে বেশ উচ্ছ্বসিত পেলে। তবে নি বেশ ভালো করেই জানেন আগের মতো আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন না। সত্য মেনে নিয়েও থেমে থাকেননি তিনি। হাসপাতালের বেডে থেকেই বাতাসের সাথে যুদ্ধ করেছেন বলেও জানান তিনি।
sportsmail24
হাসপাতালে বাতাসকে ঘুষি দিয়েছেন পেলে

পেলে বলেন, ‘এটা সত্যি যে, আমি হয়তো আর কখনও লাফাতে পারবো না। কিন্তু বিগত কয়েকদিনে (হাসপাতালে) আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।’

চিকিৎসাধীন থাকা হাসপাতাল আলবার্ট আইনস্টাইন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এ ফুটবলার। একই সাথে কাছে ও দূরে থাকা ভক্তরা যারা শুভ কামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেলে।

পেলে আরও লিখেন, ‘আমি অনেক খুশি বাড়ি ফিরতে পেরে। আলবার্ট আইন্সটাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়াম

পেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়াম

রোনালদোকে পেলের অভিনন্দন

রোনালদোকে পেলের অভিনন্দন

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে

রোনালদো-মেসিকে নিয়ে মত পাল্টালেন পেলে