জ্বরে আক্রান্ত দুই ফুটবলার সুস্থ, অনুশীলনে সোহেল রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৩ অক্টোবর ২০২১
জ্বরে আক্রান্ত দুই ফুটবলার সুস্থ, অনুশীলনে সোহেল রানা

সাফ চ্যাম্পিয়ন্সশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সফরে থাকা বাংলাদেশের দু’জন ফুটবলার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে আশার কথা হলো, দু’জনই সুস্থ হয়েছেন। একই সাথে মিডফিল্ডার সোহেল রানা ইতিমধ্যে টিমের সাথে অনুশীলন করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এ তথ্য জানা গেছে।

মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়ন্সশিপ-২০২১-এ শুক্রবার (১ অক্টোবর) আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জ্বরের কারণে ওই ম্যাচে মিডফিল্ডার সোহেল রানা এবং ডিফেন্ডার রেজাউল করিম বিবেচনায় ছিলেন না। জ্বর হলেও তারা দু’জনই কোভিড-১৯ নেগেটিভ ছিলেন।

শনিবার (২ অক্টোবর) বাফুফে থেকে জানানো হয়, জ্বরে আক্রান্ত সোহেল রানা এবং রেজাউল করিম দু’জনই সেরে উঠেছেন এবং মিডফিল্ডার সোহেল রানা টিমের সাথে প্র‍্যাক্টিস সেশনে যোগদান করেছে। তবে শরীরে কিছুটা দুর্বলতা থাকায় অনুশীলন করেননি রেজাউল করিম।

সাফ চ্যাম্পিয়ন্সশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপে শুরু হবে ম্যাচটি।

এদিকে, শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। শনিবার (২ অক্টাবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। এফএএম প্র‍্যাকটিস গ্রাউন্ডে টার্ফে নিজেদের মধ্যে দু’ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। এক ভাগ রিকভারি সেশনে এবং অপরভাগ রেগুলার প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ গ্রহণ করেন।

ভারতের বিপক্ষে খেলার আগে রোববার (৩ অক্টোবর) জামাল ভূঁইয়ারা আবারও নিজেদের মধ্যে অনুশীলন করবেন। ম্যাচ পূর্ববর্তী অনুশীলন সেশন শেষে কোচের সোথে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অধিনাকয় জামাল ভূঁইয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

দুর্ভাগা এলিটা কিংসলে

দুর্ভাগা এলিটা কিংসলে

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা