× Advertisement

ইনজুরিতে জাতীয় দলে জায়গা হারালেন ইব্রাহিমোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৩ অক্টোবর ২০২১
ইনজুরিতে জাতীয় দলে জায়গা হারালেন ইব্রাহিমোভিচ

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেন দল থেকে বাদ পড়েছেন এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) ৪০ বছর বয়সে পা রাখেন ইব্রাহিমোভিচ। চলতি ২০২১-২২ মৌসুমে এখন পর্যন্ত এক ম্যাচে মাঠে নেমেছেন ইব্রা। চলতি বছরের ১২ সেপ্টেম্বর ল্যাৎজিওর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। সে ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি।

সুইডেনের হয়ে এখন পর্যন্ত ১১৮ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। মাঝে একবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি।

দীর্ঘ পাঁচ বছরের অবসর ভেঙে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দেন। তবে হাঁটুর ইনজুরির কারণে ইউরোতে খেলতে পারেননি। অবসর ভাঙার পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি তার।

চলতি বছরের ৯ ও ১২ অক্টোবর ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে কসোভো এবং গ্রীসের বিপক্ষে মাঠে নামবে সুইডেন। এ দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন ইব্রাহিমোভিচ।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ইনজুরি থেকে সেরে না ওঠায় সুইডেনের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। এ বিষয়ে সুইডেন কোচ জ্যান অ্যান্ডারসন বলেন, ‘দুর্ভাগ্যবশত,পরের ম্যাচে খেলার মত সুস্থতা ফিরে পাননি তিনি। এটি আমাদের এবং ইব্রার জন্য কষ্টের বিষয়।’

বিশ্বকাপের বাছাই পর্বের এ দুই ম্যাচের স্কোয়াডে ইব্রাহিমোভিচের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ভিক্টর গিওকারেস। ইংলিশ দ্বিতীয় বিভাগের দল কভেন্ট্রির হয়ে খেলেন তিনি।

বাছাই পর্বে ‘বি’ গ্রুপে তিন জয় এবং এক ড্রতে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

ভ্যাকসিন নিতে অস্বীকৃতি, নিষিদ্ধের শঙ্কায় পাঁচ ইংলিশ ফুটবলার

ভ্যাকসিন নিতে অস্বীকৃতি, নিষিদ্ধের শঙ্কায় পাঁচ ইংলিশ ফুটবলার