বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ১২ অক্টোবর ২০২১
বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

বার্সেলোনায় বেশ কঠিন এক সময় পার করছেন ডাচ কোচ রোন্যাল্ড কোম্যান। এমন সময় স্বদেশি কোচ লুই ফন হালকে পাশে পেয়েছেন কোম্যান। ফন হালের মতে, বার্সেলোনার খারাপ সময়ে শুধু বিদেশিদেরই সমালোচনা করা হয়।

অবসর ভেঙে কয়েকদিন আগে নেদারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন লুই ফাৎন হাল। এর আগে দুই মেয়াদে বার্সেলোনার কোচের পদে ছিলেন তিনি। সে অভিজ্ঞতা থেকেই জানিয়েছেন, বার্সেলোনায় শুধু বিদেশিদেরই সমালোচনা করা হয়।

বার্সেলোনার কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্যান সমালোচনার মধ্যে আছে। এরই সাথে যুক্ত হয়েছেন ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি ইয়ং। ফন হালের মতে, কোম্যান-ডি ইয়ংদের সমালোচনা করা বার্সেলোনার নিয়মিত কাজ।

বিশ্বকাপ বাছাই পর্বে জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লুই ফন হাল। কারণ বছর দুয়েক আগে নেদারল্যান্ডের দায়িত্ব ছেড়েই বার্সেলোনার দায়িত্ব নেন কোম্যান। এছাড়াও ডি ইয়ং নেদারল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য।

ফন হাল বলেন, ‘বার্সায় যখন সবকিছু স্বাভাবিক থাকেম তখন চিন্তার কিছু নেই। কিন্তু যখনই খারাপ সময় চলবে বার্সেলোনার লোকজন সবসময় বিদেশিদের দিকে আঙুল তোলে। সে কারণেই এখন কোচের সমালোচনা চলছে, কারণ তিনি বিদেশি এবং ডাচ।’

তার মতে কোম্যান-ডি ইয়ংকে বার্সেলোনা বলি পাঠা বানাচ্ছে। তাদেরকে নিজের কাজে মনযোগ দেওয়া আহবান জানিয়েছেন তিনি। বলেন, ‘চারদিকের নেতিবাচক মন্তব্যকে বেশি পাত্তা দিয়ো না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মার্টিনেজকে প্রশংসায় ভাসালেন মেসি

মার্টিনেজকে প্রশংসায় ভাসালেন মেসি

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

২০২২ বিশ্বকাপেই নেইমারের বিদায়!

২০২২ বিশ্বকাপেই নেইমারের বিদায়!

ডোনারুম্মাকে দুয়ো, ক্ষুব্ধ মানচিনি

ডোনারুম্মাকে দুয়ো, ক্ষুব্ধ মানচিনি