কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৫ অক্টোবর ২০২১
কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

ফ্রেঞ্চ লিগ ওয়ানে থাকছে না ২০ দলের লড়াই। আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে দুইটি দল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

বুধবার (১৩ অক্টোবর) লিগ ওয়ানের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আগামী ২০২২-২৩ মৌসুমের জন্য সূচিও প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ৬ ও ৭ আগস্ট থেকে মাঠে গড়াবে মৌসুম। এছাড়াও মৌসুম শেষ হবে ২০২৩ সালের ৪ জুন।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২-২৩ মৌসুমে চারটি দল লিগ-২ এ নেমে যাবে। বিপরীতে লিগ-২ এর দুই দল লিগ ওয়ানে উঠবে।

২০২২-২৩ মৌসুম চলাকালীন মাঠে গড়াবে কাতার ফুটবল বিশ্বকাপ। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল।

বৈশ্বিক আসর চলাকালীন লিগ ওয়ানের কোনো ম্যাচ মাঠে গড়াবে না। বিশ্বকাপের আট দিন আগে লিগ ওয়ানের ১৫তম রাউন্ড মাঠে গড়াবে। বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিন পরেই ১৬তম রাউন্ড দিয়ে মাঠে ফিরবে লিগ ওয়ান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি