ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ এএম, ১৩ অক্টোবর ২০২১
ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

আন্তর্জাতিক ফুটবলে শাদের উপর থেকে উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফেডারেশনে সরকারে হস্তক্ষেপের কারণে চলতি বছরের এপ্রিলে দেশটিকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মঙ্গলবার (১২ অক্টোবর) ফিফার দেওয়া এক বিবৃতিতে শাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফিফা জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা তাদের বিবৃতিতে বলেছে, দেশটির সরকার ফুটবল ফেডারেশনের ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং জাতীয় ফুটবল ব্যবস্থনাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত প্রত্যাহার করায় শাদের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শাদ সরকার এবং ফুটবল ফেডারেশনের মধ্যকার চলমান আলোচনা পর্যবেক্ষণ করার জন্য ফিফা এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) যৌথভাবে একটি মিশন করবে বলে বিবৃতিতে জানায়।

চলতি বছরের শুরুতে শাদ ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশনের মধ্যে বিবাদ শুরু হয়। এ কারণে শাদ সরকার এক আদেশের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করার নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে আফ্রিকান কাপ অব নেশনস থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

শাদের উপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহারের বিষয়টি শাদ ক্রীড়া মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শাদিয়ান কর্তৃপক্ষ, ফিফা এবং সিএএফের মধ্যে আলোচনার পরই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জার্সির স্পন্সর খুঁজছে বার্সেলোনা

জার্সির স্পন্সর খুঁজছে বার্সেলোনা

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

নেপালকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ