চোটে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০২১
চোটে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেন নেইমার

আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবে ফিরলেও এখনই মাঠে নামতে পারছেন না তিনি। কুঁচকির চোটের জন্য ছিটকে পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মারিসিও পচেত্তিনো।

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় খেলেন নেইমার। ওই ম্যাচের শেষ হওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই মাঠে গড়ায় লিগ ওয়ানের ম্যাচ। স্বাভাবিকভাবেই ওই ম্যাচে ছিলেন না নেইমার।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ইউরোপ সেরার মঞ্চে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন কোচ পচেত্তিনো। তবে কুঁচকির চোটের কারণে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।

নেইমারের চোটের বিষয়ে কোচ পচেত্তিনো বলেন, ‘ফুটবলারদের সুস্থতা গুরুত্বপূর্ণ বিষয়। নেইমারের সমস্যা আছে। বড় কিছু নয়, অল্প কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে। যত দ্রুত সম্ভব সে দলের সাথে যোগ দিবে।’

লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে আছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ধারণা করা হয়েছিল সাম্প্রতিক সময়েই মাঠে ফিরবেন তিনি। তবে শিগগিরই তার মাঠে ফেরা হচ্ছে না। এছাড়াও আর্জেন্টাইন মিডফিল্ডার লিওনার্দো পারদেসেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ পচেত্তিনো।

প্রথম দুই ম্যাচে এক জয় ও ড্রয়ে ক্লাব ব্রুজের সমান ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে দুটিতেই হেরে লাইপজিগের পয়েন্ট শূন্য।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিহীন বার্সেলোনায় ‌‘উদ্ধারকতা’ আনসু ফাতি

মেসিহীন বার্সেলোনায় ‌‘উদ্ধারকতা’ আনসু ফাতি

স্বপ্ন ভঙ্গের সাফ শেষে দেশে জামাল ভূঁইয়ারা

স্বপ্ন ভঙ্গের সাফ শেষে দেশে জামাল ভূঁইয়ারা

চোট কাটিয়ে ফিরছেন আগুয়েরো

চোট কাটিয়ে ফিরছেন আগুয়েরো

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো