উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৩ নভেম্বর ২০২১
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। মেসির অনুপস্থিতিতে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলা শুরু করে আলবিসেলেস্তারা। রক্ষণ দূর্বলতার সুযোগে আধিপত্য বিস্তার করে গেলেও আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজেকে ভেদ করতে পারেনি উরুগুয়ে। তাই তো তাদেরকে থাকতে হয় গোলবঞ্চিত।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে উরুগুয়ে। এর ফল স্বরুপ ম্যাচের চতুর্থ মিনিটেই আর্জেন্টিনার গোলবারের প্রথম শট নেয় উরুগুয়ে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দারুণ এক সেভে আলবিসেলেস্তাদের রক্ষা করেন।

এর মিনিট দুয়েক পরে আফসোসে পোড়ে আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি লাওতারো মার্টিনেজ। তাই তো তখন এগিয়ে যাওয়া হয়নি। অবশ্য ম্যাচের ৬ষ্ঠ মিনিটে পাওলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার যুগলবন্দিতে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর আবারও আক্রমণের ধার বাড়িয়ে তোলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে উরুগুয়ের ফরোয়ার্ডরা। তবে কোনোভাবেই কাঙ্খিত সাফল্যের দেখা পায়নি তারা।

বিরতির পর একই দৃশ্য ধরে রাখে উরুগুয়ে। নড়বড়ে রক্ষণ ভেঙে উরুগুয়ে বারবার আর্জেন্টিনার বিপদসীমায় ঢুকে পড়ে। অপরদিকে এমিলিয়ানো একের পর এক সেভ দিয়ে দলকে রক্ষা করে গেছেন।

আর্জেন্টিনাও কিছু সুযোগ পেয়েছিল। তবে ফিনিশিং দূর্বলতার কারণে লক্ষ্যভেদ করতে পারেনি আলবিসেলেস্তারা।

শুরুর একাদশে না থাকা মেসি মাঠে নামে ৭৫তম মিনিটে। মাঠে ফিরলেও পুরোনো ছন্দে দেখা যায়নি তাকে। ম্যাচের শেষদিকে দলকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। মার্কাস অ্যাকুইনার নিচু ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো সুযোগ তৈরি না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম