মেন্ডির বিরুদ্ধে ছয়টি ধর্ষণের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ১৭ নভেম্বর ২০২১
মেন্ডির বিরুদ্ধে ছয়টি ধর্ষণের অভিযোগ

ম্যানচেস্টার সিটির ফরাসি আন্তর্জাতিক ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে দুটি অতিরিক্ত ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। নতুন দুটি ধর্ষণের অভিযোগ নিয়ে মোট ছয়টি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়ন মামলায় তাকে মোকাবেলা করতে হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) মামলার প্রসিকিউটররা সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্টের মধ্যে এসব অভিযোগ আনা হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরেক ব্যক্তি লুইস সাহা ম্যাটুরির বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

২৭ বছর বয়সি মেন্ডি ও ৪০ বছর বয়সি ম্যাটুরিকে বুধবার (১৭ নভেম্বর) ম্যানচেস্টারের নিকটবর্তী স্টকপোর্টের ম্যাজিস্ট্রেটের মুখোমুখি হতে হবে। দু’জনই এর আগে ১০ সেপ্টেম্বর চেস্টার ক্রাউন আদালতে হাজির হয়েছিলেন এবং তাদেরকে ২৪ জানুয়ারি বিচারের মুখোমুখি করার নির্দেশনা দেওয়া হয়। দুইজনকেই সে সময় রিমান্ডে নেওয়া হয়েছিল।

২০১৭ সালে মেন্ডিকে ৫২ মিলিয়ন পাউন্ডে মোনাকো থেকে চুক্তিবদ্ধ করেছিল ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৭৫টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। পেয়েছেন প্রিমিয়ার লিগের তিনটি শিরোপা স্বাদ। ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে সিটির।

ফ্রান্সের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচের তিনি সর্বশেষ ম্যাচে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এ লেফট ব্যাককে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

বার্সেলোনায় খেলতে আগ্রহী ইংলিশ তারকা স্টার্লিং

বার্সেলোনায় খেলতে আগ্রহী ইংলিশ তারকা স্টার্লিং

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে