চেলসি দলেও করোনার হানা, আক্রান্ত চার ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
চেলসি দলেও করোনার হানা, আক্রান্ত চার ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ক্লাবে হানা দিচ্ছে করোনাভাইরাস। টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার চেলসিতে হানা দিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন রোমেলু লুকাকু, টিমো ওয়ার্নারসহ চার ফুটবলার।

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা মহামারির প্রভাব। করোনার কারণে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

চেলসি ফুটবলারদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ টমাস টুখেল। করোনায় আক্রান্ত হয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু, জার্মান তারকা টিমো ওয়ার্নার। এছাড়াও এ তালিকায় আছেন কালাম হুডসন ওডৌ এবং ইনজুরি আক্রান্ত বেন চিলওয়েল।

চারজনের করোনা পজিটিভ হলেও তাদের মধ্যে কোনো উপসর্গ আছে কিনা তা জানা যায়নি। এছাড়াও ফরাসি তারকা কাই হার্ভার্জও অসুস্থ হয়েছেন। তাকেও আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার প্রভাবে অনুশীলনও বন্ধ রেখেছে চেলসি কর্তৃপক্ষ। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে হানা দিয়েছিল করোনা। দলের প্রায় সবাই করোনা আক্রান্ত হওয়ায় রেড ডেভিলদের দুইটি ম্যাচ স্থগিত করা হয়েছে

এছাড়াও টটেনহ্যাম, লিস্টার সিটিতেও হানা দিয়েছে করোনা। টটেনহ্যামের প্রায় ১৩জন ফুটবলারকে আলাদা করে রাখা হয়েছে। একের পর এক করোনা হানায় সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

জয়ে শুরু ইউনাইটেডের র‍্যাংনিক যুগ

জয়ে শুরু ইউনাইটেডের র‍্যাংনিক যুগ

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড