লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০২১
লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের নতুন গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ক্লাদিও তাফারেল। এর আগে ব্রাজিল জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

লিভারপুলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন আকতেরবার্গ এবং জ্যাক রবিনসন। তাদের সাথে যুক্ত হচ্ছেন ক্লাদিও তাফারেল। এর মধ্যেই ইংল্যান্ড কাজ করার অনুমতি পেয়েছেন তিনি।

লিভারপুলে যোগ দিলেও ব্রাজিলের দলের কোচের দায়িত্ব ছাড়ছেন না তাফারেল। একইসাথে লিভারপুল এবং ব্রাজিলের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

লিভারপুলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। মূলত এর জন্যই ক্লাদিও তাফারেলকে কোচিং প্যানেলে যুক্ত করেছে লিভারপুল।

১৯৮৮ সালে ব্রাজিলের হয়ে ক্লাদিও তাফারেলের অভিষেক হয়। এরপর ২০০৩ সাল পর্যন্ত সামলেছেন ব্রাজিলের গোলবার। এ সময়ে ব্রাজিলের হয়ে এক বিশ্বকাপ শিরোপার পাশাপাশি দুইটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। ১৯৯৪ ব্রাজিলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাফারেল।

ক্লাব ক্যারিয়ারের পার্মা, গ্যালতাসারেই এবং অ্যাটলেটিকো মিনেইরোতে খেলেছেন তিনি। এছাড়াও কোচ হিসেবে গ্যালতাসারেইয়ের অন্তবর্তীকালীন দায়িত্বে ছিলেন তাফারেল।

কোচিং প্যানেলে তাফারেলকে অন্তর্ভূক্ত করে বেশ উচ্ছ্বসিত লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘গোলরক্ষকদের সেরা করেই তুলতেই তাকে (ক্লাদিও তাফারেল) আনা হয়েছে। আশা করি, লিভারপুল  গোলরক্ষণে সেরা দলে পরিণত হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন মাসচেরানো

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন মাসচেরানো

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুল, জয়ে ফিরলো আর্সেনাল

সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুল, জয়ে ফিরলো আর্সেনাল

কাতার বিশ্বকাপ, ইতালি নাকি পর্তুগাল?

কাতার বিশ্বকাপ, ইতালি নাকি পর্তুগাল?