নিউক্যাসলকে হারিয়ে সিটির দখলে আরও তিন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ২০ ডিসেম্বর ২০২১
নিউক্যাসলকে হারিয়ে সিটির দখলে আরও তিন রেকর্ড

কয়েকবছর ধরেই বেশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওয়ালার হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিটিজেনরা। রোববার (১৯ ডিসেম্বর) রাতে নিউক্যাসলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে চলতি বছর নিজেদের ৩৪তম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগে এক পঞ্জিকা বর্ষে এতগুলো জয় তুলে নিতে পারেনি কোনো ইংলিশ। এর আগে ১৯৮২ সালের বব পাইসলের অধীনে এক বছরে ৩৩ টি জয় তুলে নিয়েছিল লিভারপুল।

ম্যানচেস্টার সিটির সামনে এ রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। চলতি বছর আরও দুইটি ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টার। এ দুই ম্যাচে জিতলেই রেকর্ড আরও বড় করতে পারবে।

নিউক্যাসলের মাঠে গিয়ে তাদেরকে হারানোর মাধ্যমেও এক রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে প্রতিপক্ষের মাঠে ১৮ ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছে তারা।

এর আগে এ রেকর্ডের দখলদার ছিল টটেনহাম হটস্প্যার। ১৯৬০ সালে তারা জিতেছিল ১৭ টি ম্যাচ।

নিউক্যাসলের মাঠে চার গোল দেওয়ার পর চলতি ২০২১ সালে ম্যানসিটির মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬-এ। এক পঞ্জিকা বর্ষে এত গোল দিতে পারেনি কোনো দল।

নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিটে সিটিকে এগিয়ে দেন রোবেন দিয়াজ। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও কানসেলো। বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহারেজ। ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেছেন রহিম স্টার্লিং। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সিটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাদিসের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

কাদিসের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

শ্রীলঙ্কার জালে এক ডজন গোল, ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক ডজন গোল, ফাইনালে বাংলাদেশ

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি