ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আনুষ্ঠানিক কাজে ব্যবহার করা হয় চারটি ভাষা। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে আরবি। পঞ্চম ভাষা হিসেবে ফিফার আনুষ্ঠানিক কাজে  আরবি ব্যবহার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা আরব কাপ। আরব কাপের ফাইনালের দিন শনিবার (১৮ ডিসেম্বর) ফিফার কাছে আরবিকে পঞ্চম আনুষ্ঠানিক ভাষা করার প্রস্তাব দেন ফিফা সভাপতি।

প্রতি বছর ১৮ ডিসেম্বর আরবি ভাষা দিবস পালন করে জাতিসংঘ। সে দিনেই এমন ঘোষণা দিয়েছে ফিফা। এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বে প্রায় ৪৫০ মিলিয়নের বেশি মানুষ আরবি ভাষায় কথা বলে। তাদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বের ২০ টিরও বেশি দেশে আরবি আনুষ্ঠানিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এসব দেশের সকল মানুষের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

এ প্রস্তাবের আগে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেছিলেন ফিফা সভাপতি। এরপরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা।

বর্তমানে ফিফার আনুষ্ঠানিক ভাষা হিসেবে চারটি ভাষা ব্যবহার করা হচ্ছে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশ। এবার সে তালিকায় যুক্ত হবে আরবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিশ্বকাপ

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিশ্বকাপ

‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ