অস্ত্রোপচারের টেবিলে তপু বর্মণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
অস্ত্রোপচারের টেবিলে তপু বর্মণ

স্বাধীনতা কাপ চলাকালীন হাঁটুর চোটে পড়েছিলেন জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। এরপর বাংলাদেশে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে এক মাসেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন তিনি। সেখানেই জানা গেছে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

২০২১ সালের ৪ ডিসেম্বর কমলাপুরের টার্ফে বুটের স্পাইক আটকে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান তপু বর্মণ। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। সেখানেই জানা যায় সেরে উঠতে তার অস্ত্রোপচার করতে হবে।

সোমবার (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি স্টেডিয়ামে তপুর অস্ত্রোপচার করানো হবে। তার অস্ত্রোপচার করার বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। ভারতে তার সাথে অবস্থান করছেন বসুন্ধরা কিংসের ফিজিও আবু সাইফউদ্দিন সরকার। অস্ত্রপচারের সময় তিনিও সেখানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

অস্ত্রোপচারের পর তপু বর্মণ কতদিন বিশ্রামে থাকবেন তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে বিভিন্ন সময় বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে , বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের বেশিরভাগ সময়ই হয়তো মাঠের বাইরে থাকবেন তপু।

স্বাধীনতা কাপ চলাকালীন বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরির কবলে পড়েছিলেন। এ কারণে ফেডারেশন কাপ অন্য মাঠে আয়োজন করার দাবি করেছিল বসুন্ধরা কিংসসহ তিন ক্লাব। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসায় ফেডারেশন কাপ বর্জন করেছিল তিন ক্লাব।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

দ্বিমুকুট জয়ে আকাশী-নীল শিবিরে ৭৫ লাখ টাকার বোনাস

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ