ম্যানসিটিতেই থাকছেন জোয়াও ক্যান্সেলো, বাড়ালেন চুক্তির মেয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ম্যানসিটিতেই থাকছেন জোয়াও ক্যান্সেলো, বাড়ালেন চুক্তির মেয়াদ

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও ক্যান্সেলো। চুক্তির মেয়ায় বাড়ানোর ফলে ২০২৭ সাল পর্যন্ত তিনি সিটিতেই থাকছেন। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১৯ সালে জুভেন্টাস থেকে যোগ দেওয়ার পর নিজেকে পেপ গার্দিওলার দলে রক্ষণের অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পুর্তগীজ এ আন্তর্জাতিক ফুলব্যাক। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৬টি ম্যাচে অংশ নিয়ে তিনি জিতেছেন তিনটি শীর্ষ শিরোপা।

চুক্তির মেয়াদ বাড়ানোর পর ২৭ বছর বয়সি এ ফুটবল তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি অসাধারণ একটি ক্লাব। সুতরাং নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি খুবই আনন্দিত। সেরাটা দেওয়ার জন্য সম্ভাব্য সবধরনের সুযোগ-সুবিধা রয়েছে সিটি খেলোয়াড়দের জন্য। দারুণ সুযোগ সুবিধার সঙ্গে রয়েছে বিশ্বমানের খেলোয়াড়। সেই সঙ্গে এমন একজন অসাধারণ কোচ সেখানে আছেন, যিনি প্রতিদিন খেলোয়াড়দের এগিয়ে যেতে সহায়তা করছেন।’

তিনি বলেন, ‘ফুটবল খেলার জন্য এর চেয়ে ভালো সুযোগ-সুবিধা আর কোথাও নেই। এখানে কাজ করতে পারাটা দারুণ তৃপ্তির। ক্যারিয়ার শেষ করার আগে আমার অনেক কিছু অর্জন করার আছে। আর ম্যানচেস্টার সিটি আমার এসব চাহিদা পূরণের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।’

সিটির ফুটবল পরিচালক টক্সিকি বেগিরিস্টাইন বলেছেন, ‘জোয়াও ক্যান্সেলো একজন পরিপূর্ণ পেশাদার খেলোয়াড়। তিনি ফুটবলকে ভালোবাসেন এবং প্রতিদিন আরও ভালো কিছু অর্জনের চেষ্টার মেতে উঠেন। তিনি খুবই দক্ষ।’

তিনি আরও বলেন, ‘রাইট ব্যাক, লেফট ব্যাক কিংবা মিডফিল্ড যেখানেই তাকে খেলানো হোক না কেন একই মানের দক্ষতা দেখাতে সক্ষম। এমন একজন খেলোয়াড়কে পাওয়া যেকোন কোচের জন্য একটি স্বপ্ন। নতুন চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি। আগামীতে আরও উন্নতি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

সিটির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না গার্দিওয়ালা

সিটির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না গার্দিওয়ালা

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং