অ্যাথলেটিকোকে উড়িয়ে দিয়ে শীর্ষ চারে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
অ্যাথলেটিকোকে উড়িয়ে দিয়ে শীর্ষ চারে বার্সেলোনা

আক্রমণ-প্রতি আক্রমণে ছিল প্রায় সমানে সমান। বল দখলেও কেউ কারো চেয়ে কম ছিল না। তবে গোল আদায়ে এগিয়ে ছিল বার্সেলোনা। ছয় গোলের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জয় তুলে নিয়েছে ৪-২ ব্যবধানে। দাপুটে এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে গেছে বার্সেলোনা।

লিগের ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষ চারে উঠায় পাঁচ নম্বরে নেমে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার সমান ২২ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট অর্জন করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এ ম্যাচের আগে এক পয়েন্ট কম (৩৫) নিয়ে পঞ্চম স্থানে ছিল বার্সেলোনা।

নূ ক্যাম্পে নিজের মাঠে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের অষ্টম মিনিটে লুইস সুয়ারেসের পাস থেকে পেনাল্টি স্পটে বল পেয়ে কোনাকুনি শটে গোল আদায় করেন ইয়ানিক কারাসকো। অবশ্য দুই মিনিট পর ম্যাচের দশম মিনিটে সমতায় ফিরে বার্সেলোনা।

গোল পেয়ে অ্যাথলেটিকো এগিয়ে যাওয়ার পর সমতা টানেন জর্দি আলবা। বাঁ পায়ের জোরাল ভলিতে দূরের পোস্টের কোণা দিয়ে বল জালে জড়ায়। সমতায় ফিরে এগিয়ে যেতে খুব বেশি সময় নেননি বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটে প্রথম লিড নেয় দলটি। দারুণ এ হেডে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার গাভি।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পর বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল পায় বার্সেলোনা। ম্যাচের ৪৩তম মিনিটে গোলের ব্যবধান ৩-১ করেন রোনাল্ড আরাউজো।

বিরতির পর ম্যাচের শুরুর কিছুক্ষণ পর আরও একটি গোল পায় বার্সেলোনা। ম্যাচের ৪৯তম মিনিটে বাঁ দিকের বাইলাইন থেকে আসা বল ধরে জোরাল শটে গোল করেন আলভেস। ৪-১ গোলে পিছিয়ে যাওয়ার পর ব্যবধান কমায় অ্যাথলেটিকো। ম্যাচের ৫৮তম মিনিটে গোল ব্যবধান ৪-২ করেন লুইস সুয়ারেজ।

এরপর আর কোন গোল না হলেও উত্তেজনা ছড়ায় ম্যাচে। ম্যাচের ৬৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি আলভেস। বাকি সময় বার্সেলোনা একজন কম নিয়ে খেললেও কোন অঘটন ঘটতে দেয়নি। ৪-২ গোলের ব্যবধান নিয়েই মাঠে ছেড়েছে তারা।

পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়েছিল বার্সেলোনা। যার মধ্যে চারটি টার্গেট শটের মধ্যে সবগুলোতেই সফলতা পেয়েছে। বিপরীতে ৪৩ শতাংশ সময় বল দখলে রাখা অ্যাথলেটিকো মাদ্রিদ গোলের উদ্দেশে ১০টি শট নিয়েছিল, যেখানে টার্গেট শট ছিল ৪টি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি

আলাভেসে মাঠে অচেনা বার্সেলোনা, শেষ মুহূর্তের গোলে রক্ষা

আলাভেসে মাঠে অচেনা বার্সেলোনা, শেষ মুহূর্তের গোলে রক্ষা