ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ মার্চ ২০২২
ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই বেড়েছে পিএসজির লাভের পরিমাণ। স্পন্সর, জার্সি বিক্রির পর এবার পিএসজির ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও লাভের মুখ দেখাচ্ছেন মেসি।

২০১৮ সালে খেলাধুলার প্রথম কোনো ক্লাব হিসেবে ক্রিপ্টোকারেন্সি বাজারে আনার ঘোষণা দেয় পিএসজি। সমর্থকদের জন্য ফ্যান টোকেন হিসেবে ক্রিপ্টোকারেন্সি বাজারে ছাড়ে ফরাসি ক্লাবটি। শুরুর দিকে এই ফ্যান টোকেনের মূল্য ছিল মাত্র ৩ দশমিক ৫৭ ডলার।

তিন বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এ সময় পিএসজি থেকে মেসি পাবেন প্রায় ১১০ মিলিয়ন ইউরো। প্রতি বছরের হিসাবে তা দাঁড়ায় প্রায় ৪০ মিলিয়ন ইউরো।

মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে পিএসজির লাভ। শুরুর দিকে জার্সি এবং পরে স্পন্সর ডিলেও বেশ লাভের মুখ দেখে ক্লাবটি।

শুরুর দিকে পিএসজির এই ক্রিপ্টোকারেন্সির মূল্য ৩ দশমিক ৫৭ ডলার থাকলেও মেসি যোগ দেওয়ার ঘোষণায় মুহূর্তেই এর দাম ৪৩ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে পিএসজির এই ক্রিপ্টোকারেন্সি বিক্রি হচ্ছে ৬৩ দশমিক ৩ ডলারে। যা কিনা ক্লাবটির ক্রিপ্টোকারেন্সির সর্বোচ্চ দাম। ধারণা করা হচ্ছে, এই মূল্য প্রায় ১০ হাজার ছাড়িয়ে যাবে।

ক্লাবগুলোর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বর্তমানে তাদের ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রায় ৫৭ ডলার।

ক্রিপ্টোকারেন্সি বাজারে সাফল্যের পর ব্লক চেইনের মাধ্যমে নন ফানজিবল টোকেনসহ (এনএফটি) , অত্যাধুনিক সকল জায়গায় পা রাখতে চায় পিএসজি। এমনটাই জানিয়েছে, ক্লাবটির কর্তৃপক্ষ।

পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। এ সময় ১০ অ্যাসিস্টের পাশাপাশি দুইটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির সাথে মাদ্রিদে যাচ্ছেন রামোস

পিএসজির সাথে মাদ্রিদে যাচ্ছেন রামোস

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!