বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলস দলে বেল-র‍্যামসে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৬ মার্চ ২০২২
বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলস দলে বেল-র‍্যামসে

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে ওয়েলস। দলে জায়গা পেয়েছেন দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল এবং অ্যারন র‍্যামসে। এই দুইজন দলে থাকলেও বাদ পড়েছেন ড্যানি ওয়ার্ড, টেইলর রবার্টস এবং জেমস লওরেন্স।

চলতি মাসের ২৪ তারিখ ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ওয়েলস। ম্যাচ জিতলে তাদেরকে ফাইনাল খেলার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। কারণ ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন চলায় দল দুইটির সাথে একই গ্রুপে থাকা স্কটল্যান্ড এবং ইউক্রেনের ম্যাচ স্থগিত করেছে উয়েফা।

এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর ওয়েলসের জার্সিতে মাঠে ফিরবেন বেল। সর্বশেষ নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। জানুয়ারির আন্তর্জাতিক উইন্ডোতে ইনজুরির কারণে ছিলেন না এই ওয়েলস তারকা।

ইনজুরির কারণে সর্বশেষ চার মাসে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারছেন না বেল। সর্বশেষ চার মাসে খেলতে পেরেছেন মাত্র দুই ম্যাচ।

বেল ফিরলেও গুরুত্বপূর্ণ তিন ফুটবলারকে হারিয়ে বেশ চিন্তিত কোচ রবার্ট পেজ। ইনজুরির কারণে মাঠে পাবেন না ড্যানি ওয়ার্ড, টেইলর রবার্টস এবং জেমস লওরেন্সকে।

এদিকে ওয়েলসের আক্রমণভাগে বেলে সঙ্গী হবেন অ্যারন র‍্যামসে। বেলের মতো তিনিও ক্লাবের জার্সিতে বেশ অনিয়মিত হয়ে পড়েছেন। চলতি ২০২১-২২ মৌসুমের শীতকালীন দলবদলে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে যোগ দিয়েছেন রেঞ্জার্সে। তবে সেখানে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এই ফুটবলার। তাই তো কোচ রবার্ট পেজের কপালে রয়েছে বেশ দুশ্চিন্তার ভাঁজ।

ওয়েলস স্কোয়াড
গোলরক্ষক- হেননেসে, ডেভিস, কিং
ডিফেন্ডার- ডেভিস, রোডন, ক্যাবাঙ্গো, আম্পাদু, মেফাম, উইলিয়ামস, নরিংটন-ডেভিস, রবার্টস, গান্টার, লেভিড।
মিডফিল্ডার- র‍্যামসে, কলউইল, মরেল, ভাউল্কস, অ্যালেন, উইলসন, উইলিয়ামস।
ফরোয়ার্ড- বেল, জনসন, হ্যারিস, জেমস, থমাস, মাটোন্ডো

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

ইউক্রেন-রাশিয়ার ফুটবলারদের জন্য বদলে গেল দল-বদলের নিয়ম

ইউক্রেন-রাশিয়ার ফুটবলারদের জন্য বদলে গেল দল-বদলের নিয়ম

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা