সিলেটে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ মার্চ ২০২২
সিলেটে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা

চার বছর আগে সিলেটের মাঠেই বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্বের যাত্রা শুরু করেছিলেন জামাল ভূঁইয়া। দীর্ঘদিন পর ফিফা প্রীতি ম্যাচ খেলতে আবারও সিলেটের মাঠে নামছেন। করোনার শঙ্কা কাটিয়ে দর্শকপূর্ণ মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।

২১ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচে শেষ মুহূর্তের গোল করে বাংলাদেশকে রুখে দিয়েছিল মঙ্গোলিয়া। তবে এবার ঘরের মাঠে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ। দর্শকপূর্ণ মাঠে সেটাই করতে চান বাংলাদেশ ফুটবল দলের নেতা। ম্যাচটি আজ মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ মার্চ) সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, “ম্যাচের জন্য নিজেদের তৈরি করছি। সামনের ম্যাচে আমাদের কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। গত ম্যাচের ফল নিয়ে অবশ্যই কিছুটা হতাশ। তবে এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। সামনের ম্যাচের চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই আমরা জিততে চাই, কেন না এটা আমাদের হোম ম্যাচ।”

বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে মঙ্গোলিয়া। তবে কাগজের হিসেবের দিকে তাকাতে নারাজ অধিনায়ক জামাল ভূঁইয়া। ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।
sportsmail24বাংলাদেশে সফরে আসা মঙ্গোলিয়া ফুটবল দল, ছবি: বাফুফে

জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা আসলে র‌্যাঙ্কিংয়ের চিন্তা করে মাঠে নামি না। সেরাটা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। মঙ্গোলিয়ার ম্যাচের অনেকগুলো ভিডিও দেখেছি। তাদের খেলার ধরণ এবং খেলোয়াড়দের পর্যালোচনা করেছি। সেভাবেই আমরা ম্যাচের প্রস্তুতি নিয়েছি।”

এদিকে, করোনার কারণে খেলার মাঠে দীর্ঘ দিন ধরে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। তবে মঙ্গোলিয়ার বিপক্ষে সিলেটের এ ম্যাচ দিয়ে আবারও ফিরছে দর্শক। পুরো গ্যালরিতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জামাল ভূঁইয়াও চান দর্শকদের ভালো একচি ম্যাচ উপহার দেওয়ার।

তিনি বলেন, ‍“আমি এই স্টেডিয়াম (সিলেট জেলা স্টেডিয়াম) সব সময় পছন্দ করি। মনে হয় সব সময় দর্শকরা খুব কাছে আছে আমাদের। আমরা সব ফুটবলার চাই দর্শক মাঠে আসুক। আমরা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো। শুধু সিলেট নয়, সারা দেশই আমাদের কাছে প্রত্যাশা করে ভালো ফুটবল খেলা। আমরাও সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

ছয় বছর পর জাতীয় দলে নাসিরুল, বাদ সাদ উদ্দিন

ছয় বছর পর জাতীয় দলে নাসিরুল, বাদ সাদ উদ্দিন