মঙ্গোলিয়ার সাথে বাংলাদেশের গোলশূন্য ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৯ মার্চ ২০২২
মঙ্গোলিয়ার সাথে বাংলাদেশের গোলশূন্য ড্র

নিজেদের ঘরের মাঠে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। আক্রমণভাগের ব্যর্থতায় গোল করতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই মঙ্গোলিয়ার বিপক্ষে বেশ আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে বাংলাদেশ। মঙ্গোলিয়ানদের গোলমুখে একের পর এক আক্রমণ চালানো শুরু করে।

কিন্তু বাংলাদেশের আক্রমণভাগের ব্যর্থতায় একবারও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশ। আক্রমণ করতে না পারলেও নিজেরাও গোল করতে পারেনি মঙ্গোলিয়ানরা।

বাংলাদেশের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই ধাপ এগিয়ে ছিল মঙ্গোলিয়া। তবে মাঠের খেলায় এর কোনো প্রতিফলন দেখাতে পারেনি মঙ্গোলিয়ানরা। স্বাগতিক হওয়ার সুবাদে বাংলাদেশ নিজেও কোনো কিছুই করতে পারেনি।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। ইব্রাহিমের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন রাকিব হোসেন। তবে সেই শট ঠেকিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে দেননি বাংলাদেশের গোলরক্ষক মনখ এরদেন এনখতাইভান।

ম্যাচের ১০ম মিনিটে আবারও আক্রমণ করে বাংলাদেশ। সেবারও দেখে ব্যর্থতার মুখ। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া দুই ফ্রি-কিক থেকে গোল করার সূবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আর বাংলাদেশ ছোট ছোট পাসে মঙ্গোলিয়ানদের ডি বক্সে হানা দেয়। এতেও স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আর এতেই গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয় বাংলার ফুটবলারদের।

ফিফা আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে দুই ম্যাচের একটিতেও জিততে না পারা ব্যর্থতা নিয়েই মিশন শেষ করলো বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা

সিলেটে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা