আবারও হারলো ফ্রান্স, বাঁচিয়ে দিলো ক্রোয়েশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২
আবারও হারলো ফ্রান্স, বাঁচিয়ে দিলো ক্রোয়েশিয়া

ডেনমার্কের বিপক্ষে আবারও হারলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশন্স লিগের চলতি আসরে দুইবারের দেখায় একবারও হার এড়াতে পারলো না তারা। তবে অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়া জিতে যাওয়ায় অবনমন এড়িয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

অবনমনের শঙ্কা মাথায় নিয়েই ডেনমার্কের বিপক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) মাঠে নেমেছিল ফ্রান্স। একই সঙ্গে আগের ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার তাড়নাও ছিল তাদের।

ম্যাচের শুরুটাও বেশ আশা জাগানিয়া ছিল ফ্রান্সের। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো ফরাসিরা। কিন্তু আন্তোনিও গ্রিজমানের দুর্দান্ত শটের সামনে বাঁধা হয়ে দাড়ান ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেল।

২০তম মিনিটে ডেনমার্কও ভালো সুযোগ পেয়েছিল কিন্তু ফরাসি গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় গোল পাওয়া হয়নি। ম্যাচের প্রথম থেকে আক্রমণে আধিপাত্য দেখিয়েছে ফ্রান্স।

তবে স্রোতের বিপরীতে ম্যাচের ৩৩তম মিনিটে গোল পায় ডেনমার্ক। বা পাশ থেকে মিডেল ডেমসবার্গের দেওয়া পাস দুর্দান্ত স্লাইডে ফ্রান্সের জালে পাঠিয়ে দেন ডেনিশ ফুটবলার কাসপের ডলবার্গ। 

মাত্র ছয় মিনিটের ব্যবধানে আবারও গোল হজম করে ফ্রান্স। কর্নার থেকে উড়ে আসা ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুন করেন ওলসেন।

ম্যাচের বাকি সময়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেও কাজের কাজ কিছুই করতে পারেনি ফ্রান্স। বারবারই ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেলের গ্লাভসে আটকে গেছে তাদের সব আক্রমণ।

৬ ম্যাচে এক জয়, দুই ড্র-র সাথে তিন হারে মাত্র পাঁচ পয়েন্ট ফ্রান্সের। অবনমন তখন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছিল। তবে অন্যদিকে অস্ট্রিয়াকে ক্রোয়েশিয়া হারিয়ে দেওয়ায় অবনমন এড়িয়েছে ফরাসিরা। সমান একটি করে ড্র ও জয় এবং চার হারে অস্ট্রিয়ার সংগ্রহ চার পয়েন্ট।

এই গ্রুপে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

সুইসদের কাছে হেরে পর্তুগালের দিকে তাকিয়ে এনরিকে

সুইসদের কাছে হেরে পর্তুগালের দিকে তাকিয়ে এনরিকে

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল