লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ এপ্রিল ২০২২
লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

মিশরীয় তারকা মোহামেদ সালাহর লিভারপুলে থাকা নিয়ে পানি কম গড়াচ্ছে না। চুক্তি নবায়ন নিয়ে আলোচনার অগ্রগতির বিষয়েও কোনো আপডেট দিতে চান না সালাহ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তিনি ‘হ্যাঁ’ও বলতে পারছেন না, আবার ‘না’ও বলতে পারছেন না।

সালাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রেডসদের সাথে তার চুক্তি বাড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কিনা। জবাবে মিশরীয় তারকা কেবল এটুকু বলেছেন যে, তিনি দলের উদ্দেশ্য অর্জনের দিকে মনোনিবেশ করেছেন। আর কিছু ভাবছেন না।

সালাহ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমি হ্যাঁ বলতে পারি না, আমি নাও বলতে পারি না। তবে আমি যা চাই তা আগেও অনেকবার বলেছি। আর বলবো না। আমি এখন আমার চুক্তির গভীরে যেতে পারি না কারণ এটি সত্যিই একটি সংবেদনশীল পরিস্থিতি’

দলের কথা চিন্তা করে সালাহ বলেন, ‘দলকে জিততে হবে। আমি শুধু খবরে গিয়ে আমার চুক্তির কথা বলতে পারি না। আমি শুধু দলের দিকেই লক্ষ্য রাখি আর এটাই হওয়া উচিত।’

লিভারপুলের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত সালাহর চুক্তি আছে। এরপর পরবর্তী গ্রীষ্মে যদি চুক্তি নবায়ন না করা হয় তবে তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দেয়ার ঝুঁকি নিতে পারে লিভারপুল।

সালাহ বলেন, ‘ঠিক আছে। কিছু বলার নেই। তবে সৎভাবে আমি যা বলতে পারি তা হলো ভিতরে এমন অনেক কিছু আছে যা মানুষ জানে না। আমি এতটুকুই বলতে পারি। আশা করি আমরা আরও আশাবাদী হতে যাচ্ছি এবং কী ঘটতে যাচ্ছে তা দেখবো।’

মিশরীয় তারকা যোগ করেন, ‘আমি স্বার্থপর হতে পারি না এবং আমার পরিস্থিতি নিয়ে কথা বলতে পারি না। আমরা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছি। তাই আমাকে শুধু দল নিয়ে কথা বলতে হবে। দলের সাথে কী আসছে তার উপর লক্ষ্য রাখতে ঘবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ভিতরের খবর হলো, মিশর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর সালাহ ক্লাব ছাড়ার কোনো চিন্তা করছেন না। বরং কোচ জার্গেন ক্লপের কাছ থেকে স্নেহ পাওয়ার পরে তার বেতনের দাবি কমিয়ে লিভারপুলই থাকতে চেয়েছেন এই ফরোয়ার্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!