প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ পিএম, ১০ এপ্রিল ২০২২
প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের প্রথম পর্ব। আর এরপরেই শুরু হলো মধ্যবর্তী দল-বদল। চলতি বছরের ২১ এপ্রিল পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দল-বদল। 

বিপিএল ফুটবলের শেষ পর্ব কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মধ্যবর্তী দল-বদল শেষ হওয়ার দুই-তিন পরই লিগ শুরু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম পর্ব শেষে ২৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।

বিপিএল ফুটবলের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডান।

প্রথম পর্ব শেষে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে আছেন চট্টগ্রামের আবাহনীর নাইজেরিয়ান ফরওয়ার্ড পিটার থ্যাঙ্কগড। ১৩ গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রবসন রবিনহো। শীর্ষ ১০-এ নেই বাংলাদেশি কোনো ফুটবলার।

বাংলাদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলে। তিনি করেছেন ৫ গোল।

হ্যাটট্রিকেও রয়েছে বিদেশিদের দাপট। প্রথম পর্বে হওয়া ছয় হ্যাটট্রিকের দুইটি করেছেন পিটার থ্যাঙ্কগড। বাকি চার হ্যাটট্রিকও এসেছে বিদেশি ফুটবলারদের পা থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসি কাপের প্লে অফে আবাহনীর প্রতিপক্ষে ভ্যালেন্সিয়া

এএফসি কাপের প্লে অফে আবাহনীর প্রতিপক্ষে ভ্যালেন্সিয়া

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা