রামোস-মার্সেলোদের ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ১১ এপ্রিল ২০২২
রামোস-মার্সেলোদের ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র

রিয়াল মাদ্রিদের একজন গুরুত্বপূর্ন খেলোয়াড় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মাঠের পারফরম্যান্সে দিন দিন ছাড়িয়ে যাছেন নিজেকে। এবার রিয়ালের ইতিহাসে কিংবদন্তিতুল্য সার্জিও রামোস ও মার্সেলোকেও ছাড়িয়ে গেলেন ২১ বছর বয়সী এই তারকা।

শনিবার (৯ এপ্রিল) রাতে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিরুদ্ধে ২-০ গোলের জয় পায় রিয়াল। এই জয়ের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে শততম জয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেন ভিনিসিয়াস।

রিয়ালের হয়ে শততম জয় দিয়ে তিনি মার্সেলো, রাফায়েল ভারানে, গঞ্জালো হিগুয়েন, সার্জিও রামোস, ইসকো এবং করিম বেনজেমার মতো ক্লাব কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন। রিয়ালের হয়ে ১০০তম জয় পেতে এদেরকে অপেক্ষা করতে হয়েছে ২৫ বছর বয়স পর্যন্ত।

এই জায়গাতেই রামোস-মার্সেলোদের ছাড়িয়ে গেছেন ভিনি। মাত্র ২১ বছর ২৭১ দিনে রিয়ালের জার্সিতে জয়ের সেঞ্চুরি অর্জন করেছেন তিনি। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে অভিষেকের পর ১৬০টি ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস। যার মধ্যে ১০০ জয়, ২৯ ড্র ও ৩১ পরাজয় রয়েছে।

রিয়ালের হয়ে শততম জয়ের রেকর্ড এখন হলেও শততম ম্যাচ আরও আগেই খেলে ফেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। ২০২১ সালের মার্চে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ক্লাবের হয়ে তার শততম ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচে সমতাসূচক গোলও করেছিলেন। 

শততম ম্যাচ দিয়েও আরেকটা রেকর্ড গড়েছেন ভিনিসিয়াস। সেই সময় তার বয়স ছিল ২০ বছর ৭ মাস। এই বয়সে রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে পেরেছেন কেবল তিনজন - রাউল, ইকার ক্যাসিয়াস এবং হোসে আন্তোনিও কামাচো।

২০১৮ সালের ১৭ জুলাই ব্রাজিলিয়ান ক্লাব ফ্লাম্যাঙ্গো থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখান ভিনিসিয়াস। রিয়ালের জার্সি গায়ে এই পর্যন্ত ১৬০ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্নাব্যুতে ফেরার ম্যাচে দুয়োধ্বনি শুনলেন বেল

বার্নাব্যুতে ফেরার ম্যাচে দুয়োধ্বনি শুনলেন বেল

গেটাফেকে হারিয়ে ‘নিরাপদ দূরত্বে’ রিয়াল

গেটাফেকে হারিয়ে ‘নিরাপদ দূরত্বে’ রিয়াল

‘সুন্দর বিদায়’ গ্যারেথ বেলের প্রাপ্য : আনচেলত্তি

‘সুন্দর বিদায়’ গ্যারেথ বেলের প্রাপ্য : আনচেলত্তি

আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’

আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’