সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ২২ এপ্রিল ২০২২
সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার কষ্টার্জিত জয়

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর বাকি সময়ে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের আক্রমণ সামলতে ব্যস্ত ছিল বার্সলোনা। শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলেন দুয়ে উঠে গেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ১১তম মিনিটে একমাত্র গোলটি করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এছাড়া প্রতিপক্ষে গোলবারে আরও ১০টি শট নিলেও কোন গোল আদায় করতে পারেনি তারা।

ম্যাচে বল দখলে পিছিয়ে ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে তারা ৪৪ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছিল। যার মধ্যে বার্সেলোনা মূলত নিজেদের মতো খেলতে পেরেছে ম্যাচে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আক্রমণ সামলাতেই ছিল ব্যস্ত।

সোসিয়েদাদের গোলবারে বার্সেলোনার নেওয়া মোট ১১টি শটের মধ্যে প্রথমার্ধেই ছিল ১০টি। বাকি একটি শট নেওয়া হয় বিরতীর পর। ১১টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি। যেটাতেই সাফল্যের দেখা পেয়েছে।

অন্যদিকে, নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে গেলেও বার্সেলোনাকে চাপে রেখেছিল সোসিয়েদাদ। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনার গোলবারে তারা শট নিয়েছিল ৮টি। যার মধ্যে ৫টি লক্ষ্যে থাকলেও একবারও সফল হতে পারেনি।

নির্ধারিত সময় শেষে যোগ করা ১০ মিনিটেও সমতায় ফিরতে অনেক চেষ্টা করে সোসিয়েদাদ। তবে ভাগ্য সহায় না হওয়ায় ঘরের মাঠে ব্যর্থ হতে হয়েছে তাদের। ফলে স্বাগতিক সোসিয়েদাদকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এছাড়া এ জয়ে টেবিলে দুই নম্বরে উঠে গেলে বার্সেলোনা।

লা লিগায় ৩২ ম্যাচে ১৮ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৩। এক ম্যাচ বেশি খেলে সমান ৬৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সেভিলা। আর ৩৩ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়ালের শিরোপা পুনরুদ্ধারে বাকি পাঁচ ম্যাচে প্রয়োজন মাত্র ৪ পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

দুর্দান্ত বেনজেমায় ছুটছে রিয়ালের জয়রথ

দুর্দান্ত বেনজেমায় ছুটছে রিয়ালের জয়রথ

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

সেভিয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

সেভিয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল