ঘরের মাঠে পিএসজিকে রুখে দিলো স্ট্রাসবার্গ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩০ এপ্রিল ২০২২
ঘরের মাঠে পিএসজিকে রুখে দিলো স্ট্রাসবার্গ

আগের ম্যাচেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছিল পিএসজি। বাকি ম্যাচগুলো ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। এজন্যই কিনা খানিকটা গা ছাড়া ভাব চলে এসেছিল ফরাসি জায়ান্টদের মাঝে। সেই সুযোগটাই কাজে লাগালো স্ট্রাসবার্গ। ঘরের মাঠে পিএসজিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে তারা।

বাংলাদেশ সময় শুক্রবার (২৯ এপ্রিল) রাতে ম্যাচের শুরুতেই পিএসজিকে চমকে দেয় স্ট্রাসবার্গ। দ্বিতীয় মিনিটেই দারুণ গতিতে প্রেসনেল কিম্পেম্বেকে পেছনে ফেলে লুকাস পেরিনের পাস নিয়ন্ত্রণে নিয়ে নেন কেভিন গামেইরো। পরমুহূর্তেই দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ তারকা।

গোল খেয়ে নিজেদের গুছিয়ে খানিক সময় নিলো পিএসজি। তারা প্রথম আক্রমণে যায় ম্যাচের ১৮তম মিনিটে। তবে নেইমারের কর্নারে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ডিফেন্ডার সার্জিও রামোস। পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা টানেন কিলিয়ান এমবাপে।

২৩ মিনিটের মাথায় কিম্পেম্বের বাড়ানো বল ধরে মাঝমাঠে থেকে কিছুটা সামনে গিয়ে এমবাপেকে খুজে নেন নেইমার। দেরি না তার দিকেই পাস দেন ব্রাজিলিয়ান তারকা। বল নিয়ে আড়াআড়ি ভেতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে অনায়াসে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। তবে খেলা জমে উঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে। শুরুতেই দুরপাল্লার শটে খানিকের জন্য গোল মিস করেন রামোস। তবে ৬৪ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। নেইমারের ডিফেন্স চেরা পাস ধরে এমবাপের কাটব্যাকে ব্যবধান ২-১ করেন আশরাফ হাকিমি।

চার মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে অনায়াসে ব্যবধান ৩-১ করেন এমবাপে। মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে ফরাসি জায়ান্টরা। তবে চমক তখনো জমিয়ে রেখেছিল স্ট্রাসবার্গ। ৭৫তম মিনিটে কর্নার থেকে ভেরাত্তির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় তারা।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিটে আরেকবার চমক দেখালো স্ট্রাসবার্গ। ৯২ মিনিটের মাথায় চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কেসি। আর তাতেই নিশ্চিত হার থেকে রক্ষা পায় স্বাগতিকরা। এই ড্রয়ে ৩৫ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ফরাসি চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৭৯।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোট’ পেয়েছেন এমবাপে

ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোট’ পেয়েছেন এমবাপে

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা

নিজের জমানো ‘কারিশমা’ প্যারিসকে দেখাতে চাই: রামোস

নিজের জমানো ‘কারিশমা’ প্যারিসকে দেখাতে চাই: রামোস

পিএসজি সমর্থকদের দুয়োর জবাব দিলেন নেইমার

পিএসজি সমর্থকদের দুয়োর জবাব দিলেন নেইমার