ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৭ মে ২০২২
ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ইউনাইটেড আর সিটি। দুই ক্লাবের মধ্যে বৈরিতার সম্পর্ক বেশ পুরোনো। নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে খেলোয়াড় দল-বদলের ঘটনা তো দেখা মেলে কালে ভদ্রে। এবার সেই পথেই হাঁটছেন, ইউনাইটেডের ইতালিয়ান তারকা পল পগবা। নতুন ক্লাব হিসেবে সিটিজেনদের ডেরায় আসতে পারেন তিনি। তাকে দলে ভেড়াতে আগ্রহ আছে সিটিরও।

২০১৬ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পল পগবা। এরপর থেকেই ক্লাবের গুরুত্বপূর্ণ ফুটবলারের পরিণত হয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে চোটের কারণে মাঠের বাইরের বেশি সময় কাটাতে হচ্ছে তাকে।

এদিকে চলতি ২০২১-২২ মৌসুমের পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে রেড ডেভিলদের সাথে চুক্তি নবায়নের কোনো সম্ভাবনাও নেই। তাই তো ফ্রি এজেন্ট হিসেবে পগবাকে দলে চায় ম্যানসিটি। এর আগে ইউনাইটেড থেকে সিটিজেনদের ডেরায় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজ।

এদিকে চলতি মৌসুম শেষে সিটিজেনদের ডেরা ছাড়বেন অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দিনহো। এই ব্রাজিলিয়ানের শূন্যস্থান পূরণ করতেই মূলত পগবার দিকে দৃষ্টি দিয়েছে ক্লাবটি।

বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের খবর, পগবাকে ইউনাইটেডের মতো চড়ামূল্য দিবে না। এরপরেও অবশ্য সিটিজেনদের ডেরায় আসতে প্রস্তুত তিনি। তবে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোন প্রস্তাব দিতে পারবে না পেপ গার্দিওয়ালার দল।

পল পগবা ছাড়াও নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে কাজ করছে ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, শেষ পর্যন্ত সিটিজেনদের ডেরায় হতে যাচ্ছে হল্যান্ডের নতুন গন্তব্য। তবে বিস্তারিত জানতে দল-বদলের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

আবারও উঠেছে রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন!

আবারও উঠেছে রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন!

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ