গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ মে ২০২২
গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় পেলেই হতো বার্সেলোনার। তবে জয় ধরা না দিলেও অন্য ম্যাচের ফলাফল পক্ষে আসায় গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেও সুপার কাপ নিশ্চিত হয়ে গেছে কাতালানদের। লা লিগার রানার্স-আপ হিসেবে এই আসরে খেলবে তারা।

বাংলাদেশ সময় রোববার (১৫ মে) রাতে নিয়মিত খেলোয়াড়দের অনেককে ছাড়াই খেলতে নামে জাভির দল। ম্যাচের শুরু থেকেই বিবর্ন এক বার্সাকে দেখলো দর্শক। এই ম্যাচে বার্সার নিয়মিত একাদশকে বিশ্রামে রেখে ‘বি’ দলের পাঁচ ফুটবলারকে স্কোয়াডে ডাকেন বার্সেলোনা কোচ।

বল দখলে পুরো সময়জুড়ে মাঠ একচেটিয়া আধিপত্য বিস্তার করে কাতালানরা। তবে গোলমুখে গিয়েই বারবার হোঁচট খেতে হয় তাদের। প্রথমার্ধে বরং আক্রমণে আধিপত্য দেখায় গেটাফে। এই সময়ে মোট আটটি শট নেয় তারা। যার মধ্যে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে দলটি।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে সুযোগ পেয়েও হেলায় হারান ফেরান তোরেস। বাকি সময় আর সুযোগ তৈরী করতে পারেনি কোনো দলই। এই ড্রয়ে বার্সেলোনার পাশাপাশি বড় লাভটা হলো গেটাফের। মূল্যবান এই এক পয়েন্টে আগামী মৌসুমে লা লিগায় টিকে থাকা নিশ্চিত হয়ে গেছে তাদের।।

গেটাফের সঙ্গে ড্রয়ের ফলে ৩৭ ম্যাচে ২১ জয় ও ১০ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৩। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে গেটাফে। শেষ ম্যাচে রোববার (২২ মে) কাম্প ন্যু’তে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

ওদিকে রাতের অন্য ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে আথলেটিকো মাদ্রিদ। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে থেকে তারাও নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ।। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে থাকা সেভিয়ারও নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্টহ্যামে হোঁচট খেল ম্যানসিটি, লিভারপুলের আশার পালে দোলা

ওয়েস্টহ্যামে হোঁচট খেল ম্যানসিটি, লিভারপুলের আশার পালে দোলা

শেখ জামাল কোচ হঠাৎ লাপাত্তা

শেখ জামাল কোচ হঠাৎ লাপাত্তা

দেম্বেলেকে পেতে চায় বায়ার্ন মিউনিখ

দেম্বেলেকে পেতে চায় বায়ার্ন মিউনিখ

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের