লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ মে ২০২২
লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে কিনতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লেভানডোভস্কিও মেসির সাবেক ক্লাবে যাওয়ার জন্য মরিয়া। তবে স্প্যানিশ লিগ লা-লিগার সভাপতি হাভিয়ের তেভাসের মতে, লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা। 

বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে প্রায় অধিকাংশ ক্লাবই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আর্থিক সঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়ালেও না পারার তালিকাও নেহাত কম নয়। বার্সেলোনা এখনও আর্থিক সঙ্কট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এমনকি, আর্থিক সঙ্কটেই লিওনেল মেসিকে ছেড়ে দিয়েছিল তারা।

নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় কিছু খেলোয়াড় বিক্রি করার পাশাপাশি নতুন কিছু খেলোয়াড়ও কিনতে চায় ক্লাবটি। পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে নতুন মৌসুমে ন্যূ ক্যাম্পে ভেড়াতে চায় তারা।

তবে লা-লিগার সভাপতি বলছেন, অন্য কথা। তার দাবি, লেভানডোভস্কির মতো দামি খেলোয়াড়কে ভেড়ানোর মতো অবস্থায় নেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

তিনি বলেন, “হিসাবটা সহজ, গত দুই বছরে আপনার যদি ৫০ কোটি ইউরোর বেশি ক্ষতি হয়, তাহলে আপনাকে সেই ক্ষতিটা পোষাতে হবে।”

ক্ষতি পোষাতে গিয়েই বার্সেলোনা লেভানডোভস্কিকে কেনার সুযোগ হাতছাড়া করবে বলে মনে করেন তিনি। বলেন, “লেভানডোভস্কির বায়ার্নে (চুক্তির) এক বছর বাকি আছে। দেখার বিষয়, তিনি কেমন আয় করতে চান এবং বায়ার্ন কী চায়...। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি তাকে বার্সেলোনায় দেখতে পাচ্ছি না।”

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ঝড়ের কবলে পড়ে এএফসি কাপে বসুন্ধরার ম্যাচ

ঝড়ের কবলে পড়ে এএফসি কাপে বসুন্ধরার ম্যাচ

দুঃস্বপ্নের বার্সেলোনা অধ্যায়, যেভাবে থেমে যায় আগুয়েরোর ক্যারিয়ার

দুঃস্বপ্নের বার্সেলোনা অধ্যায়, যেভাবে থেমে যায় আগুয়েরোর ক্যারিয়ার

যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

লেভানডোভস্কির জন্য ছয় কোটি ইউরো দাম হাঁকাচ্ছে বার্সেলোনা

লেভানডোভস্কির জন্য ছয় কোটি ইউরো দাম হাঁকাচ্ছে বার্সেলোনা