আর্সেনালের জন্য দুঃখবোধ করছেন অবামেয়াং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ মে ২০২২
আর্সেনালের জন্য দুঃখবোধ করছেন অবামেয়াং

সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা হয়নি আর্সেনালের। যে কারণে নতুন মৌসুমের চ্যাম্পিয়নলিগ লিগ থেকে ছিটকে গেছে ইংলিশ ক্লাবটি। সাবেক ক্লাবের এই অবস্থা দেখে দুঃখবোধ করছেন গ্যাবনিজ তারকা পিয়েরে এমেরিক অবামেয়াং।

চলতি বছরের শুরুতে দলবদলে আর্সেনাল ছেড়ে বার্সেলোনাল যোগ দেন অবামেয়াং। এরপর থেকেই বার্সেলোনার হয়ে দারুণ পারফর্ম্যান্স করেছেন তিনি। দলকে রানার্স-আপ করাতে বেশ ভূমিকা রেখেছেন। আপাতত নতুন মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করেছেন অবামেয়াং।

নিজেকে ২০২২-২৩ মৌসুমের জন্য প্রস্তুত করলেও একটা ব্যাপারে আফসোস হচ্ছে গ্যাবনিজ তারকার। অবামেয়াং চেয়েছিলেন নতুন মৌসুমে তার সাবেক ক্লাবের সাথে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা হয়ে যাবে। তবে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় সেটা আর হচ্ছে না।

অবামেয়াং স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি মনে করি তারা (আর্সেনাল) অনেক উন্নতি করেছে। তবে আমি কিছুটা দুঃখিত কারণ আমি তাদের চ্যাম্পিয়ন্স লিগে দেখতে চেয়েছিলাম। সেখানে আমার অনেক বন্ধু আছে। তাদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে ছিলাম।’

পরবর্তী মৌসুমের জন্য সাবেক ক্লাবকে শুভকামনা জানাতে ভুল করেননি অবামেয়াং। তিনি বলেন, ‘তবে আমি পরের মৌসুমের জন্য তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি ইউরোপা লিগেও ফিরে আসা তাদের জন্য একটি ভালো জিনিস হতে চলেছে। আশা করি, তারা জিততে পারবে।’

আর্সেনালের হয়ে চার বছরের ক্যারিয়ারে ১৬৩তি ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন অবামেয়াং। তাতে গোল করেছেন ৯২টি। ঐদিকে এ নিয়ে টানা ছয় মৌসুম চ্যাম্পিয়নস লিগ খেলা থেকে বঞ্চিত হলো আর্সেনাল। সবশেষ স্যার আর্সেন ওয়েঙ্গারের অধীনে ২০১৬-১৭ সালে এই প্রতিযোগিতায় শেষবার খেলেছিল তারা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

এভারটনকে গোল বন্যায় ভাসিয়েও লাভ হলো না আর্সেনালের

এভারটনকে গোল বন্যায় ভাসিয়েও লাভ হলো না আর্সেনালের

জেসুসের নতুন ঠিকানা হতে পারে আর্সেনাল!

জেসুসের নতুন ঠিকানা হতে পারে আর্সেনাল!

ইউরোপে ‌‘ভয়ঙ্কর’ রিয়ালের ভয় বার্সেলোনা!

ইউরোপে ‌‘ভয়ঙ্কর’ রিয়ালের ভয় বার্সেলোনা!

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল