রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদ্রিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ জুন ২০২২
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদ্রিচ

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রিয়াল মাদ্রিদে নিজের সময়টা বাড়িয়ে নিতে পারেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণাটা। এবার সেটাও হয়ে গেল। রিয়াল মাদ্রিদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান তারকা।

চলতি মাসেই রিয়ালের সঙ্গে পুরোনো চুক্তি শেষ হওয়ার কথা মদ্রিচের। তার আগেই চুক্তি বাড়িয়ে নিলেন ৩৬ বছর বয়সী এই তারকা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন এই ক্রোয়াট মিডফিল্ডার। বুধবার (৮ জুন) এক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল্ মাদ্রিদ।

এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মদ্রিচ বলে আসছিলেন, তিনি রিয়ালেই থাকতে চান৷ ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত খেলছেন মদ্রিচ। তাতে একবারও মনে হয়নি তার বয়স ৩৬! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তারকা এই ফুটবলার যেভাবে খেলেছেন, তাতে তার সঙ্গে রিয়ালের চুক্তি নবায়ন হওয়াটাই খুব স্বাভাবিক।

সদ্য সমাপ্ত মৌসুমে মাদ্রিদের দলটির হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মদ্রিচ। বয়স বাড়লেও তার খেলায় এর কোনো প্রভাব তো পড়েইনি, উল্টো ধার আরও বাড়িয়েহেন ব্যালন ডি’অর জয়ী এই ক্রোয়াট তারকা।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন মদ্রিচ। এরপর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। রিয়ালের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে অর্জনের শেষ নেই তার। এখন পর্যন্ত দলটির হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা সহ অনেকগুলো শিরোপা জিতেছেন তিনি।

রিয়ালের হয়ে এ পর্যন্ত ৪৩৬টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। তাতে ৩১ গোল করার পাশাপাশি অবদান রেখেচনে ৭৩ গোলে। এই সময়ে পথচলায় ব্যক্তিগতভাবেও অর্জন কম নয় মদ্রিচের। ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ফুটবলার ও ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউনাইটেড ছেড়ে ভালোবাসার খোঁজে পল পগবা

ইউনাইটেড ছেড়ে ভালোবাসার খোঁজে পল পগবা

পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি

হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ

হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ