পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ০৮ জুন ২০২২
পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

সদ্য সমাপ্ত মৌসুম শেষেই স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেন্সিওর রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। তবে সেসবে কান দিচ্ছেন না তিনি। তার লক্ষ্য ক্লাবের হয়ে পুরনো চুক্তির মেয়াদ শেষ করা। তারপর ভেবেচিন্তে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলতে সুইজারল্যান্ডে রয়েছে স্পেন। সেখানেই বৃহস্পতিবারের ম্যাচের আগে একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যাসেনসিওকে তার ক্লাবের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি তিনটি বিকল্প দেখিয়েছেন।

স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘আমার চুক্তির এক বছর বাকি আছে। তাই আমি আপাতত জাতীয় দলের দিকে মনোনিবেশ করছি। জাতীয় দলের খেলা শেষ হলে আমি তাদের (রিয়াল মাদ্রিদ) সঙ্গে কথা বলবো। তখন আমি জানাবো আমি আমার ভবিষ্যৎ নিয়ে কী করবো।’

‘যখন চুক্তি পুনর্নবীকরণ বা আমার চলে যাওয়ার কথা আসে, তখন আমার সামনে তিনটি বিকল্প পথ রয়েছে। আমার চুক্তিতে থাকার এবং না থাকলেও পূরণ করার বিকল্পও রয়েছে।’ – অ্যাসেন্সিও যোগ করেন।

ক্লাব কিংবা জাতীয় দলেও প্রায় সময় শুরুর একাদশে জায়গা হয়না তার। আর থাকলেও প্রায় ক্ষেত্রে দলের জন্য গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন তিনি। এ বিষয়ে ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এটি এমন কিছু যা আমি ইদানীং খুঁজছি। আমি মনে করি আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। এই বছরটা ভালো কেটেছে।’

ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের প্রধান কোচের মধ্যে তুলনা করতে বলা হয়েছিলো তাকে। জবাবে অ্যাসেনসি জানিয়েছেন সেরা দুজন কোচের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান তিনি। যদিও উভয়ের খেলার ধরণই আলাদা।

অ্যাসেন্সিও বলেন, ‘আমার জন্য কার্লো আনচেলত্তি একজন ফুটবল প্রতিভা, অন্যদিকে লুইস এনরিকে একজন দুর্দান্ত কোচ যিনি দুর্দান্ত সব জিনিস অর্জন করেছেন। তাই কাউকে পিছিয়ে রাখা যাচ্ছে না।’

২০১৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন অ্যাসেন্সিও। তারপর থেকে মাদ্রিদের রাজাদের জার্সি গায়ে সাত বছর যাবত খেলে চলেছেন তিনি। এই সময়ে রিয়ালের জার্সি গায়ে ২৩৫ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন। তাতে ৪৯ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ২৪ গোলে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল

ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল

একশো মিলিয়ন দিয়ে ফরাসি ফুটবলার কিনলো রিয়াল মাদ্রিদ

একশো মিলিয়ন দিয়ে ফরাসি ফুটবলার কিনলো রিয়াল মাদ্রিদ

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ

হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ