ক্রোয়েশিয়ার বিপক্ষে হার, নেশনস লিগে জয়হীন ফ্রান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ১৪ জুন ২০২২
ক্রোয়েশিয়ার বিপক্ষে হার, নেশনস লিগে জয়হীন ফ্রান্স

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এ কি হাল! দলটা যে জয়ের স্বাদ কেমন হয় সেটাই ভুলতে বসেছে। উয়েফা নেশনস লিগের আগের আসরের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। অথচ চলতি আসরে এখনও জয় নামক সোনার হরিণের দেখা পায়নি তারা। গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলের ব্যবধানে আবারও হেরেছে দিদিয়ের দেশমের দল। 

সোমবার (১৩ জুন) দিবাগত রাতে নেশনস লিগের গ্রুপ ‘এ১’ এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। জয়ের খোঁজে দিশেহারা দলটি ক্রোয়াটদের বিপক্ষে প্রথম পাঁচ মিনিটেই গোল হজম করে বসে।

আন্তে বুদিমিরকে বক্সে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে ফাউল করলে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। ম্যাচের পঞ্চম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ক্রোয়াটদের এগিয়ে দেন অধিনায়ক লুকা মদরিচ।  

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে একাই দুইবার সহজ গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন জোসেফ ব্রেকালো। তবে তিনি সুযোগ নষ্ট করলে হতাশ হতে হয় ক্রোয়েশিয়াকে।

টাইব্রেকারে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনেও ফ্রান্সকে ম্যাচে ফেরাতে পারেননি দিদিয়ের দেশম। পুরো ম্যাচে একাধিক সুযোগ পেয়েছেন ফরাসি তারকা এমবাপে। কিন্তু একবারও কাজে লাগাতে পারেননি তিনি।

ম্যাচের শেষ দিকে গ্রিজম্যানকে তুলে মাত্তেও গুয়েনদোজিকে নামান দেশম, কিন্ত তাতেও কোনো কাজ হয়নি। রেফারি শেষ বাঁশি বাজার সাথে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়ানরা।

ফরাসিদের বিপক্ষে ইতিহাসের প্রথম জয়, একটু তো উদযাপন হতেই পারে। এছাড়া ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারের টাটকা ক্ষত তো রয়েছেই। প্রথম জয়ে বিশ্বকাপ ফাইনালের হারের প্রতিশোধটাও তাই নেওয়া হয়ে গেলো ক্রোয়েশিয়ার।

অন্যদিকে ফ্রান্স শিবিরে ঘন কালো মেঘ ঘনিয়ে আসছে। আগের আসরে শিরোপা উঁচিয়ে ধরা দলটি এবার আছে অবনমনের শঙ্কায়। গ্রুপ ‘এ১’ এর পয়েন্ট তালিকায় দুই ড্র ও দুই জয় নিয়ে তলানিতে চ্যাম্পিয়নরা। আসরে এখনও জয়ের মুখ দেখেনি দেশমের দল। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনমার্ক ও সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া।

চলতি বছরের বিশ্বকাপের মাত্র পাঁচ মাস বাকি। এমতাবস্থায় দলের এমন অবস্থা কোচ দেশমকে নিশ্চয়ই চিন্তায় ফেলে দিয়েছে। বিশ্বকাপের আগে যে কোনো দলই চায় ছন্দে থাকতে, জয়ে থাকতে! কিন্তু ফ্রান্স তো কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

এই রত্নকে যেন ঘষে-মেজে আরও উজ্জ্বল করা হয়

এই রত্নকে যেন ঘষে-মেজে আরও উজ্জ্বল করা হয়

দুই আর্জেন্টাইনকে নিয়ে বার্সেলোনা-জুভেন্টাসের কাড়াকাড়ি

দুই আর্জেন্টাইনকে নিয়ে বার্সেলোনা-জুভেন্টাসের কাড়াকাড়ি

‘মনের আনন্দে’ খেলে মালয়েশিয়াকে হারাতে চায় বাংলাদেশ

‘মনের আনন্দে’ খেলে মালয়েশিয়াকে হারাতে চায় বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান