রহমতগঞ্জকে হারিয়ে শিরোপার পথে বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২১ জুন ২০২২
রহমতগঞ্জকে হারিয়ে শিরোপার পথে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য প্রিমিয়ার লিগে ছিল ৩৮ দিনের বিরতি। এই বিরতি কাটিয়ে আবারও মাঠে ফেরার দিনে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নস বসুন্ধরা কিংস। এই জয়ের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।

মঙ্গলবার (২১ জুন) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখেও গোলমুখে ব্যর্থ ছিল বসুন্ধরা কিংস। ম্যাচের ৩৪তম মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষক জিয়াউর রহমান লাল কার্ড পেলে পাল্টে যায় দৃশ্যপট।

ওই লাল কার্ডে পাওয়া ফ্রি কিক থেকে সেট পিসে দলকে এগিয়ে নেন মিগেল দামাশানো। রহমতগঞ্জের বদলি গোলরক্ষক তুষার লাফ দিয়েও আটকাতে পারেননি।

এর একটু পরেই রিমন হাসানের ক্রস থেকে বল করে বসুন্ধরার ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনিয়ো। এই গোলে এবারের লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে।

প্রথমার্ধের শেষদিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। আনিসুর রহমান জিকোর দারুণ দৃঢ়তায় সেই যাত্রায় বেঁচে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা আরও একটি সুযোগ পেয়েছিল, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বসুন্ধরা কিংস। বিপরীতে ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে অবস্থান করছে রহমতগঞ্জ।

রহমতগঞ্জের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের হয়ে ১০০তম ম্যাচ খেলেছেন আনিসুর রহমান জিকো। বসুন্ধরা ও জাতীয় দল, সব জায়গায় গোলবারের অন্যতম ভরসা এই গোলরক্ষক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

দল গঠনের ‘হস্তক্ষেপে’ মোহামেডান কোচের পদত্যাগ

দল গঠনের ‘হস্তক্ষেপে’ মোহামেডান কোচের পদত্যাগ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ