ইউনাইটেডে যোগ দিতে রাজি ক্রিস্টিয়ান এরিকসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৪ জুলাই ২০২২
ইউনাইটেডে যোগ দিতে রাজি ক্রিস্টিয়ান এরিকসেন

ইউরোপিয়ান ফুটবলে গুঞ্জন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার চলে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও নতুন ফুটবলার দলে ভেড়ানোর বিষয়টি চূড়ান্ত করেছে ইউনাইটেড। রেড ডেভিলদের ডেরায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন।

২০২১ সালের জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাচে ডেনমার্কের হয়ে মাঠে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ওই ইনজুরি কাটিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছিলেন তিনি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ডের সাথে ছয় মাসের চুক্তি করেছিলেন। ২০২১-২২ মৌসুম শেষে দলটির সাথে চুক্তি নবায়ন করেননি তিনি। নতুন ক্লাব হিসেবে বেছে নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে।

কোনো দলের সাথে চুক্তিবদ্ধ না থাকায় তাকে দলে ভেড়াতে ইউনাইটেডকে কোনো অর্থ খরচ করতে হবে না। ধারণা করা হচ্ছে তিন বছরের চুক্তিতে তিনি ওল্ড ট্রাফোর্ডে যোগ দিবেন।

ক্রিস্টিয়ান এরিকসেনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও এখনো ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাটেড। এর মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এরিকসেন ছাড়াও চলতি গ্রীষ্মকালীন দল-বদলে ইউনাইটেডে যোগ দিয়েছেন ডিফেন্ডার টেরিল ম্যালাসিয়া ও আয়াক্সের লিসান্দ্রো মার্টিনেজ। চুক্তি সম্পন্ন হওয়ার পর এখন তাদের মেডিক্যাল পরীক্ষার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো

ক্লাব ছাড়ার বিষয়টি ম্যানইউকে জানিয়ে দিলেন রোনালদো

ক্লাব ছাড়ার বিষয়টি ম্যানইউকে জানিয়ে দিলেন রোনালদো

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো

বার্সেলোনা ছাড়তে চান না, ক্যোমানকে বললেন ইয়ং

বার্সেলোনা ছাড়তে চান না, ক্যোমানকে বললেন ইয়ং