আর্জেন্টিনার জালে ব্রাজিলের মেয়েদের গোল উৎসব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ জুলাই ২০২২
আর্জেন্টিনার জালে ব্রাজিলের মেয়েদের গোল উৎসব

কোপা আমেরিকায় ছেলেদের হারের প্রতিশোধ নিল ব্রাজিলের মেয়েরা। আর্জেন্টিনাকে গোলবন্যায় ভাসিয়ে জয় উৎসব করেছে তারা। ২০২২ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। 

রোববার (১০ জুলাই) কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’ এর ম্যাচের ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার মেয়েরা। কাগজে-কলমে ব্রাজিলের মেয়েদের থেকে অনেক পিছিয়ে আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার ৩৫ নম্বরে, অন্যদিকে ব্রাজিল ৯ নম্বরে।

মাঠের খেলায়ও তার ছাপ দেখা গেলো। খেলার প্রথম থেকেই আর্জেন্টিনার মেয়েদের কোণঠাসা করে রেখেছিল ব্রাজিলের মেয়েরা। একের পর আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে পুরো সময় ব্যতিব্যস্ত করে রেখেছিল ব্রাজিলের মেয়েরা। 

ম্যাচে ব্রাজিল প্রথম গোল পায় ২৮তম মিনিটে। আদ্রিয়ানা ডি সিলভার দারুণ এক গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ব্রাজিল। মাত্র আট মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে গোলের ব্যবধান দ্বিগুন করেন বিয়াত্রিজ।

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। পুরো ম্যাচে ব্রাজিলের আক্রমণ সামাল দিতেই হিমশিম খেয়েছে আর্জেন্টিনার মেয়েরা। 

৫৮তম মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম ও ম্যাচের তৃতীয় গোল পায় ব্রাজিল। ম্যাচে নিজের জোড়া গোল করে ব্রাজিলকে তৃতীয়বার এগিয়ে দেন আদ্রিয়ানা ডি সিলভার। 

sportsmail24

ম্যাচের শেষের দিকে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক পোতেন দেবোরা ক্রিশ্চিয়ান। ৮৭তম মিনিটে এই ব্রাজিলিয়ান ফুটবলারের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। 

দুই দলেরই টুর্নামেন্টে প্রথম ম্যাচ ছিল এটি। শুভ সূচনা করে গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচেই হারা আর্জেন্টিনার জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ