লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩১ জুলাই ২০২২
লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

অনেক ঝড়ঝাপটার পর বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় গিয়েছেন রবার্ট লেভানডোভস্কি। ইতিমধ্যে প্রাক মৌসুমের ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে গোটা দুয়েক ম্যাচও খেলেছেন এই পোলিশ স্ট্রাইকার। 

কিন্তু এখন বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম গোল পাননি। আর এতেই মৃদু আলোচনা শুরু হয়েছে কিউলদের হয়ে নিজের সেরাটা দিতে পারবেন তো তিনি! 

ম্যাচে শেষে বার্সেলোনা বস জাভির কাছে লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে। জবাবে জাভি বলেন, তিনি লেভানডোভস্কির গোল না পাওয় নিয়ে মোটেও চিন্তিত নন।

বলেন, “সে (লেভানডোভস্কি) অনুশীলনে গোল করেছে কিন্তু ম্যাচে করেনি, এটা স্বাভাবিক বিষয়। লুইস সুয়ারেজ বা ফারান তোরেস যখন এসেছিল তখন তাদের সাথেও এমনটা হয়েছিল।”  

জয়ে শেষ বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি

খুব দ্রুতই লেভানডোভস্কি গোলে ফিরবে ধারণা জাভির। “সে দ্রুতই গোল করবে। যদিও গোল করার চেয়ে অনেক বেশি করেছে মাঠে।”

বার্সেলোনা এবারের দলবদলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে। ব্রাজিলিয়ান রাফিনহা যাদের মধ্যে অন্যতম। তাকেও প্রশংসা বৃষ্টিতে ভাসালেন বার্সেলোনা কোচ।

“আমার মনে হয় রাফিনহা আমাদের অনেক সাহায্য করবে। সেই এই মৌসুমের অন্যতম সেরা সাইনিং এবং ক্লাবের ভবিষ্যৎও বটে”! যোগ করেন জাভি। 

জয় দিয়েই মার্কিন মুলুকে প্রাক মৌসুমের সফর শেষ করেছে বার্সেলোনা। প্রস্ততি নিয়ে যথেষ্ট সন্তষ্টির কথা শোনা গেল জাভির মুখে। 

sportsmail24

বলেন, “যেভাবে আমাদের সফর (যুক্তরাষ্ট্র) কেটেছে আমি খুবই খুশি। প্রত্যেক ম্যাচেই ভিন্ন চ্যালেঞ্জ ছিল। মৌসুম শুরুর আগে আরও দুই সপ্তাহ আছে, কঠিন পরিশ্রম করে পূর্ণ প্রস্ততি নিতে চাই আমরা।”

নতুন খেলোয়াড়দের নিয়ে আগামী মৌসুমে সব প্রতিযোগিতাতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান বার্সেলোনা বস। 

 

“আমরা সমস্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব। আমাদের যেসব খেলোয়াড় আছে তাদের নিয়ে যথেষ্ট আশাবাদী। আমার ইচ্ছা, আপনি যদি দেখতে পারতেন, অনুশীলনে তারা কতটা ভালো” যোগ করেন জাভি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

হল্যান্ডের জন্য বায়ার্ন ছাড়েননি লেভানডোভস্কি

হল্যান্ডের জন্য বায়ার্ন ছাড়েননি লেভানডোভস্কি

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল