মৌসুমটা মারাত্মক বাজে যাচ্ছিলো অ্যাস্টন ভিলার। একের পর এক হারে প্রিমিয়ার লিগে তলানিতে এখন অ্যাস্টন ভিলা। রেলিগেশন খেলাটাও এখন হুমকির মুখে, মাঠ ও মাঠের বাইরে তুমুল আলোচনা-সমালোচনায় শেষ পর্যন্ত কোচ স্টিভেন জেরার্ডকে বরখাস্ত করলো এই ইংলিশ ক্লাবটি।
শেষ ৮ ম্যাচে কেবল মাত্র একটি জয় ও একটি ড্র, সাথে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৭ নম্বর দলটি নিজেদের হাড়িয়ে খুজতে চলেছে।সকল ব্যর্থতার মধ্যে থাকা দলটি তাদের কোচ স্টিভেন জেরার্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
২০২১ সালের নভেম্বরে অ্যাস্টন ভিলার দায়িত্ব গ্রহণ করেন স্টিভেন জেরার্ড। গত মৌসুমে ভালো পারফর্ম করেছিল দলটি। ১৬ জয়ের মাধ্যমে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১১ নম্বর দল হিসেবে গত মৌসুম শেষ করেছিল ইংলিশ ক্লাবটি।
এবারে একের পর এক হারে চাকরিচ্যুতের গুঞ্জন চলেছিল পুরো ইংলিশ মিডিয়ায়।
বৃহস্পতিবার রাতে গুঞ্জনটি সত্যি হয়েছে। ফুলহ্যামের সাথে ৩-০ গোলে হারের পরেই অ্যাস্টন ভিলা জানায়, আমরা স্টিভেনকে তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে চাই এবং ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করছি।
স্টিভেন জেরার্ড তার ফুটবল ক্যারিয়ারে লিভারপুলের হয়ে ১৪৬ গোল করেন এবং ইংলান্ডের হয়ে করেন ২১ গোল। লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ ট্রফিও জিতেছিলেন এই ইংলিশ লিজেন্ড।
স্পোর্টসমেইল২৪/আরএসএম