মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!

ছন্দে নেই পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের ছিটকে যাওয়ার শঙ্কা এখন প্রবল।এই খারাপ সময়ে দলের মধেও ঐক্য নেই। একই সঙ্গে খেলা যেন দিনদিন কঠিন হয়ে যাচ্ছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের। বিভিন্ন কারণে এক ছাতার তলায় রাখা যাচ্ছে না তাদের।

এই পরিস্থিতিতে গুঞ্জন, ক্লাবের নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। সামনের মৌসুমে নতুন ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

প্যারিসের এক সংবাদপত্র দাবি করেছে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পরে তিন ফুটবলারের সম্পর্কে আরও চিড় ধরেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে পিএসজি।

তিন তারকা ফুটবলারই চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলেননি। ক্লাব সূত্রে খবর, শুধু চোট নয়, মানসিক ভাবে একসঙ্গে খেলতে সমস্যা হচ্ছে তাদের।

এই মৌসুমে দলের ভেতরের অবস্থা নিয়ে অনেকেই মুখ খুলেছেন্ কিন্তু এবার কোচ ক্রিস্তোফে গিলতিয়ের তার কথা জানালেন। পিএসজি'র কোচ বলেন, ‘‘তিনজনকে একসঙ্গে খেলানো অসম্ভব। কোনও ভাবেই খেলানো যাচ্ছে না। বার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার।

হতে পারে এমবাপ্পের সঙ্গে অন্য স্ট্রাইকারদের জুড়ে দেওয়া হবে।’’ গালতিয়ের এ কথা থেকে স্পষ্ট, এমবাপ্পেকে ধরে রাখতে চান তারা। তবে কি ক্লাবে মেসির জায়গা নড়বড়ে! সেই কারণেই কি অন্য ক্লাবে যাওয়ার কথা ভাবছেন লিও।

এর মধ্যে কয়েকবার কথা উঠেছে এক বছর পর আবার বার্সাতে ফিরবেন মেসি।পিএসজির নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। বাবা জর্জে মেসিই একতা জানিয়েছেন। তিনি লিও'র এজেন্ট।

পিএসজি সূত্রে খবর, মেসির বেতন কমানোর প্রস্তাব দিয়েছে তারা। সেটা মানতে রাজি নন জর্জে। তাই আপাতত আলোচনা বন্ধ।

মেসির যাওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকার ক্লাব মায়ামিতেও।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

রোনালদোর রেকর্ড ভেঙে চুরমার করলেন মেসি

রোনালদোর রেকর্ড ভেঙে চুরমার করলেন মেসি

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের