মেসির বাবা ও বার্সা সভাপতির আলোচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৮ মার্চ ২০২৩
মেসির বাবা ও বার্সা সভাপতির আলোচনা

পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেননি লিওনেল মেসি। কিন্তু কোথায় যাবেন সেটাও এখনও চূড়ান্ত নয়। নানাজনে নানা কথা বলছেন মেসির নতুন ক্লাব নিয়ে। তবে প্রিয় অঙ্গন বার্সেলোনায় মেসিকে আবার ফেরাতে মরিয়ে ক্লাবের সভাপতি।

এরই মধ্যে মেসির বাবার সঙ্গে কথা বলেছেন জোয়ান লাপোর্তা। মেসির বাবাই যে তার এজেন্ট। তিনি মেসির বাবা জর্জের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন।

মেসির বার্সেলোনা ছাড়ার মূল কারণ ছিল এই সভাপতিই। দু'জনের মধ্যে সম্পর্কটা মোটেই ভালো ছিল না। তিক্ততার চরম পর্যায়ে চলে যাওয়ার পরই মেসি তার প্রিয় ক্লাবটি ছাড়েন।

এমনিক সভাপতির সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ্যে বলেছিলেন মেসি। সেই লাপোর্তা এখন মেসিকে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কয়েক দিন আগে ফিফার বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন লাপোর্তা।

সেখানে মেসির সঙ্গে তার দেখা হয়। দু’জনে হাত মেলান। তবে ওই হাত মেলানোতেই সীমাবদ্ধ ছিল। দু'জনের মধ্যে কোনো কথা হয়নি।

মেসিকে ফেরানোর জন্য যে তার বাবার সঙ্গে কথা হয়েছে সেটা জানিয়েছেন লাপোর্তাই।

সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘জর্জের সঙ্গে আমার দেখা হয়েছিল। বিশ্বকাপ জেতার পর আমি মেসিকে ধন্যবাদ জানিয়েছিলাম। মেসির সাথে আমার ফোনেও কথা হয়েছে। এই বিষয়ে এখন কিছু না বলাই ভালো।’’

বার্সায় মেসিকে ফেরানো নিয়ে সভাপতি লাপোর্তা বলেন, ‘‘মেসি এখনও পিএসজির ফুটবলার। সে বার্সেলোনায় ফিরবে কিনা তা নিয়ে এখনই বলা কঠিন।"

তিনি বনে, ‘‘মেসি বার্সা ছাড়ায় অন্যদের মতো আমারও ভালো লাগেনি। কিন্তু ওই সময়ে কিছুই করার ছিল না। অনেক বিষয় চলে এসেছিল। সবার উপরে আসলে ক্লাব। আমাকে একটি বিষয় বেছে নিতে হত। তাই ক্লাবকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না।’’

পিএসজিতে মেসি দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন। সেটা নবায়ণ করেননি। অনেকে জানিয়েছেন তার ছোট বেলার প্রথম ক্লাবে খেলতে আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা রয়েছে।

আবার আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিও তাকে বড় অংকের অর্থের প্রস্তাব দিয়েছে। সৌদি আরবের ক্লাবও তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে।

তবে মেসির সাবেক সতীর্থ ও বার্সার কোচ জাভি হার্নেন্দাস বলেছেন, মেসির জন্য ক্লাবের দরজা সব সময়ের জন্য খোলা।

স্পোর্টসমেইল২৪/জেএম

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে চেলসি

কুর্মিটোলায় পর্দা উঠলো আন্তর্জাতিক অ্যামেচার গলফের

কুর্মিটোলায় পর্দা উঠলো আন্তর্জাতিক অ্যামেচার গলফের

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে জাদেজা-ব্রুক-মোটি

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে জাদেজা-ব্রুক-মোটি

রেকর্ড গোলে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে

রেকর্ড গোলে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে